ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মে, ২০২০



আমন্ত্রিত কলম 

মুহূর্ত
লেখিকাঃ- দীপশিখা চক্রবর্তী

মনকেমনের চাঁদ ঝুলছে আকাশে,
চেনা বৃত্তের ঘেরাটোপে অসহায় এক নগ্নতার আলো;
যেন খুচরো করে মুছে ফেলা বিষাদ!

নীল হয়ে ওঠে খামখেয়ালি সময়ের খোঁজ,

তোমাকে ছোঁয়ার জন্য উপেক্ষা করেছি এই আভিজাত্যের শোক,

মাঝে মাঝে চুপ থাকতে শিখেছি!
অনায়াসে ভেঙে ফেলেছি সহজ স্পর্শের সবটুকু আলতো টুকরো,

এখন বুঝি,
সম্পর্কে হয়তো দ্বিধা থাকাটাই ভালো!

অথচ শুধু হাতে হাত রাখলেই লেখা হয়ে যেতো শত শত কবিতা,

প্রশ্নের জটিলতায় যতবার স্তব্ধ হয়েছে সময়,

মুহূর্তেরা বলে ওঠে-
"সবকিছুর উত্তর খুঁজলে হেরে যায় ভালোবাসা"।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন