ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মে, ২০২০


ব্রহ্ম জ্ঞান
বিভাসকান্তি মণ্ডল

কর্মের ভার নেই তবুও বড্ড ভার লাগছে
সময়ের কোনো ধারা নেই আমার কাছে
এলোমেলো হতে গেলেও যে শক্তি লাগে
তার হিসেবও আমার পাতায় নেই দেখছি
নিজের সঙ্গে ফালতু বকবক করে যাচ্ছি

 পথহীন পথের গতিপথ এরকমই হয়
যতই ভাবি নদীর মতো সে কোখনোই নয়
সময়ের রেখায় কখনো যেমন 'মাড়ান পড়ে'
তেমনই কখনো কখনো সমুহ মুছে যেতে হয়
অকাল অসমকালের নিরুচ্চার রুচির মতন

আমি কেন বলব এসব কথা একালে
কাব্যরেখা মুছে গেছে কংসাবতী জলে
আমার তো আর কোথাও যাওয়ার নেই
যেখানে আছি সেখানেও তো থাকার না
তারপর আর কী থাকে ব্রহ্ম জ্ঞান ছাড়া!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন