জোছনা রাতের খেলা
সমীরণ সরকার
পূর্ণিমারই মধ্যরাতে
দূর আকাশে -
সন্ধ্যে থেকে ঝরিয়ে আলো
চাঁদ ফ্যাকাশে ।
কোপাই নদীর শীতল জলে
পা ডুবিয়ে ,
বসে আছে একটি ছেলে
একটি মেয়ে ।
ফাগুন মাসের দোল নিশি আজ -
বিকেল থেকে
মুঠো মুঠো রঙিন আবীর
দুহাতে মেখে,
ভাসছে ওরা গল্প কথায় ।
দেখছে ওরা, উঠছে ঢেউ
নদীর জলে,
শিরশিরানি বাতাস মেখে
পলে পলে ।
অপবাদ আর কলঙ্কেরই
জোয়ার জলে,
ভাসবে ওরা ফিরলে বাড়ী
কাল সকালে ।
এখন থেকে মিছিমিছি
ওসব ভেবে,
আজকে রাতের আনন্দটাই
মিথ্যে হবে ।
তাইতে ওরা আঁকছে ছবি
কথায় কথায়,
বুকের পটে যত্ন নিয়ে
পরম মায়ায় ।
বিশ্বভূবন খেলছে যেমন
আজ নিশীথে,
মুঠোয় ভরে জোছনা নিয়ে
নদীর সাথে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন