নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ৮ মে, ২০২০


আমলকির গন্ধে
     সুনন্দ মন্ডল

মাথায় বলাকার গতীয়বাদ
        বুকে গাঁথা কথা ও কাহিনী
        ‎        ডান হাতে গীতাঞ্জলি
        ‎                 বাম হাতে চিত্রা
        ‎পায়ের প্রতি চলায় সবুজের অভিযান।

কচি আমলকির গন্ধ
     বৃষ্টি ভেজা সোঁদা মাটি
আমজনতা মজে আছে বাঙালিয়ানায়
চোখের পলকে সোনার তরীর স্বপ্ন।

রাতের তারা জ্যোৎস্না ছাড়া মানায় না.....

চাঁদের হাসিতে সব কলঙ্ক মুছে যায়!
রবি আসে রবি যায়, এ রবি সদাহাস্যময়

অন্তর্দ্বন্দে ফুটে ওঠে মানসীর দিনলিপি,
ক্ষনিকা ও লিপিকার সেলাইয়ে।

আমাদের কালের মজ্জায় মজ্জায়
শিরা উপশিরা ধমনীতে নবজাতকের আনন্দ
প্রতি জন্মদিনে গ্রন্থিতে জেগে ওঠে
শিহরন মাখা "ফুলে ফুলে ঢোলে ঢোলে"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন