ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মে, ২০২০


ভাবনা আসে
রথীন পার্থ মণ্ডল

আঁধারটাকে সরিয়ে দিয়ে
ঘুম জাগানো ভোর,
বলল ডেকে বাইরে আয়
এই যে আমি তোর।

জানলা খুলে দেখছি চেয়ে
ফুটছে নানা ফুল,
সবুজ ঘাসে বাতাস এসে
দোলে দোদুল দুল।

পাখপাখালি ডাকছে গাছে
মাঠ ভরেছে ধানে,
চাষির মুখে ফুটছে হাসি
ভালোবাসার টানে ।

দেখতে থাকি হাজার খুশি
পাখনা মেলে ওড়ে
ভাবনা আসে নীল আকাশে
সোনালী রোদ্দুরে।

   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন