তালপাতার সেপাই
জলফড়িং এর পক্ষ থেকে তোমাদের প্রথমেই জানাই নমস্কার।
১.) প্রীতম দা তোমার গান বাজনার শুরুটা কি ছোটো থেকেই? আর সুমনদা তোমার ইন্সট্রুমেন্ট প্রথম বাজাতে শেখা কত বছর বয়স থেকে?
প্রীতমঃ- হ্যাঁ ছোটো থেকেই, ওই ক্লাস two হবে বোধহয়।
সুমনঃ- এই ক্লাস নাইন থেকে শিখছি।
২.) ইউটিউবে গান গাইবে আর সেটা এই অভিনব ভাবনার সাথে। ব্যাপারটা কবে এবং কীভাবে মাথায় এলো?
প্রীতমঃ- আসলে আমরা বেশ অনেকদিন ধরে নতুন কিছু করা নিয়ে ভাবছিলাম, সেখান থেকে 'চেয়ে চেয়ে দেখি সারাদিন' গানটার ব্যাপারে একদিন এসে সুমনকে বলি যে উকুলেলে তে একটু অন্যভাবে করলে কেমন হয়, তখন উকুলেলেতে ট্রাই করা হয়, বন্ধুদের সামনে করে শোনাই,ওরাও বলে বেশ সুন্দর,তারপরই অডিও then ভিডিও।
সুমনঃ- actually আমরা গান বাজনার সাথে....ফ্লিম মেকিং,এডিটিং,ভিএফএক্স এই সব বিষয় নিয়ে খুব interested দুজনেই....infact অনেক গুলো stop motion অ্যানিমেশনও করে ফেলি। তারপর ভেবে দেখলাম যদি গানবাজনা আর ফ্লিম মেকিং দুটো একসাথে এনে একটা প্রেসেন্টেশন করা যায়। আমরা discuss করি তারপর আমরা আমাদের প্রথম YouTube videoshoot করে ফেলি। সেই সময় থেকেই শুরু।
৩.) পুরনো গান গুলো নতুন করে গাইছে "তালপাতার সেপাই"। আর পুরো ব্যাপারটা নস্টালজিয়ায় ভরে উঠছে । এই ব্যাপারটা তোমার কেমন লাগে প্রীতম দা?
প্রীতমঃ- ভালোই লাগে, অনেক পুরোনো দিনের গান শুনে বড়ো হয়ে ওঠা, কিছু পছন্দের গান এমন রয়েছে যেটা হয়তো এখন খুব বেশি শোনা যায় না, যেমন "অখিল বন্ধু ঘোষ-ও-দয়াল বিচার করো". এই গানটা এখন আবার আজকের জেনারেশন শুনছেও, আমাদেরটাও এবং অরিজিনাল টাও। সেটাও একটা প্রাপ্তি, পুরোনোকে বাঁচিয়ে না রাখলে তো চলবে না।
৪.) তোমাদের গানের মধ্যে পুরনো দিনের ছাপ রয়েছে, ইভেন নিজেদের গানের মধ্যেও। এটা নিয়ে কি বলতে চাও সুমন দা?
সুমনঃ- পুরনো দিনের গান আমাদের দুজনেরই ভালো লাগে শুনতে তাই সেটা একটা বড়ো কারণ।
৫.) তোমরা যখন নিজেদের গান গাও তার কথা লেখেন কৃতী রায়.তাকে কি সুর আগে থেকে বলে দিতে হয় নাকি আগে গানের কথা আসে আর পরে তুমি সুর করো প্রীতম দা?
প্রীতমঃ-কিছু গান আগে থেকে সুর করি, সিনারিও ভাবি, হয়তো ওকে কল্পনাটা একটু বোঝানোর চেষ্টা করি, কিছু লিরিক্স কৃতী আগে লেখে পরে সুর করা হয়, দুরকম অ্যাপ্রোচেই ট্রাই করা হয় আসলে দুটো process।
৬.) শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় এঁরা না থাকলে আজ কাদের গান গাইত "তালপাতার সেপাই"?
প্রীতমঃ- তালপাতার সেপাই-এর নিজেদের গান রয়েছে, তারসাথে আরও অনেক ভালো গুনি শিল্পী রয়েছেন, 'গৌতম চট্টোপাধ্যায় '( মহিনের ঘোড়াগুলি), 'অখিল বন্ধু ঘোষ', 'সচিন দেব বর্মন'।
৭.) এখনকার দিনে rock, raaf এই সমস্ত গান হচ্ছে আর তোমরা এসব ছেড়ে পুরনো সুর বাছলে কেনো?
সুমনঃ- কিছু পুরনো গান আছে যেগুলো এখনকার মানুষ প্রায়ই ভুলে গেছে কিন্তু সেই গান গুলো দেখা যায় খুবই সুন্দর। তাই সেই গান গুলো আমাদের জেনারেশনের কাছে আবার করে তুলে ধরার চেষ্টা আর কি।
৮.) প্রথম থেকে আজকের জার্নীর হিসেবটা অনেক বড়ো আমি জানি। সাফল্যটা কিরকম লাগে?
সুমনঃ- আমি মনে করি জার্নী সবে শুরু হলো, তবে হ্যাঁ যতটুকু এগোতে পেরেছি সেটা ভেবে ভবিষ্যতের জন্য আরও ভালো কাজ করার inspiration পাচ্ছি।
প্রীতমঃ-এখনও সফল ঠিক বলব না, তবে হ্যাঁ ভালোর দিকে এগোনোর চেষ্টা করছি,চাইছি সকলের কাছে আমাদের গান পৌঁছাক, মানুষ ভালোবাসুক আমাদের গান, যদি ভালো লাগে তবেই আমাদের সফলতা, আরও অনেক গান রয়েছে সেগুলো রিলিজের কথা ভাবছি, মৌলিক গান বিশেষ করে।
৯.) নতুনদের জন্য কী বলতে চাও প্রীতম দা?
প্রীতমঃ- আমি নিজেও নতুনই হা হা, টুকটাক এটা-ওটা ট্রাই করছি, আমার যেটা মনে হয় বাংলা মিউজিকের আরও ভালো মৌলিক গান তৈরী করা দরকার, নতুন নতুন চিন্তা আনা দরকার, ক্রিয়েটিভ হওয়া দরকার,নিজেদের মতো করে। নিজস্বতা থাকাটা খুব দরকার।
১০.) you tube nextup winner এর আনন্দটা জলফড়িং-এর বন্ধুদের সাথে যদি শেয়ার করো তোমরা ?
প্রীতমঃ- ভীষণ unexpected ছিল, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, ভেবেছিলাম হয়তো কম্পিটিশনটাতে সিলেক্ট হয়েছি, কিন্তু পরে জানলাম না আমরা জিতেছি।
সুমনঃ-আমি প্রথমে বিশ্বাস করিনি ব্যাপারটা তারপর যখন জানতে পারলাম যে হ্যাঁ আমরা সত্যি 'NEXTUP' Winner তখন খুব খুশি হয়েছিলাম আর প্রচন্ড এক্সাইটেডও হয়েছিলাম।
১১.) পোস্টার থেকে ভিডিও সবটাই এটাইও ইউনিক। বারবার কী করে এমন করে "তালপাতার সেপাই"।
সুমনঃ- আমার বিশ্বাস মানুষ যখন তার কমপ্লিট ফোকাসটা নিজের ক্রিয়েটিভিটির ওপর দেয় তখন নতুন ইউনিক কিছু একটা সৃষ্টি হয়ই। আমরা যখন কোনো গান অ্যারেঞ্জ করি অথবা প্ল্যানিং , ভিডিওশট এর প্ল্যানিং করি তখন আমাদের ক্রিয়েটিভিটির ওপর ফোকাস করি যেটা আমাদের হেল্প করে নতুন কিছু একটা তৈরী করতে।
প্রীতমঃ-আসলে নতুন কিছু করার ইচ্ছেটা আমার অনেকদিনেরই। নিজের মতো করে সবকিছু ভাবতে চেষ্টা করি, সেখান থেকেই আসে, নতুনত্ব খোঁজার চেষ্টা করি। আর নানা জিনিস থেকে inspired আমি, সেগুলোর একটা ছাপ মিলেমিশে হয়তো নতুন কিছু তৈরী হয়।
★(এবার এই রাউন্ডের নাম শর্টকাট)★
প্রীতম দা সব উত্তর দেবে এগুলোর
১.) অনুপম রায় নাকি শ্রীকান্ত আচার্য?
উত্তরঃ- অনুপম রায়
২.) মিরচি সোমক নাকি প্রীতম দাস?
উত্তরঃ- মিরচি সোমক
৩.) কবির সুমন নাকি শ্যামল মিত্র?
উত্তরঃ- শ্যামল মিত্র
★(এবারের রাউন্ডের নাম
(যেকোনো একটা)★
সব উত্তর সুমন দা দেবে
১.) ukulele নাকি guitar?
উত্তরঃ- Guitar
২.)Sunday suspens নাকি মিরচী মীর একক?
উত্তরঃ-Sunday Suspens
৩.) bong untold নাকি তালপাতার সেপাই?
উত্তরঃ- তালপাতার সেপাই
★এই রাউন্ডটি হলো হাসতে হাসতে জাস্টিফাই★
প্রীতম দা তোমাকে দুটো শব্দ দিলাম
১.) কিপটে ২.) কিউট
এবার একজনের নাম বলব তোমাকে এই দুটি শব্দের মধ্যে একটি শব্দ তার সাথে যুক্ত করতে হবে?
প্রশ্নঃ- সুমন ঘোষ ( তালপাতার সেপাই)। কিউট না কিপটে?
উত্তরঃ- কিপটে
এবার তোমার পালা সুমন দা?
তোমায় শব্দ দিলাম ১.)জটিল, ২.)ঝগড়ুটে
প্রশ্নঃ- kritee Roy (তালপাতার সেপাই)। জটিল না ঝগড়ুটে?
উত্তরঃ- জটিল
| পছন্দ কী ওদের |
১.) প্রিয় রঙ?
প্রীতমঃ-light blue,mustard yellow,olive green
সুমনঃ-red
২.) প্রিয় পোশাক?
প্রীতমঃ-শার্ট, জিন্স
সুমনঃ-টি-শার্ট, জিন্স
৩.) প্রিয় গানঃ-
প্রীতমঃ- অনেক লম্বা লিস্ট , চেঞ্জও হয়ে থাকে, annie's song-john denver
সুমনঃ-every breath you take by police , closer by travis
৪.) আয় থিঙ্ক গান তোমার অবসর নয় প্রীতম দা। তাহলে অবসরে কি করো?
প্রীতমঃ- ফিল্ম, ওয়েব সিরিজ, anime দেখি,টুকটাক পড়ি।
৫.) সুমন দা তোমার রাত প্রিয় নাকি বিকেল ?
সুমনঃ- বিকেল (কারণ ছোটোবেলায় প্রচুর খেলতাম বিকেলে, এখন আর খেলা হয় না তবে বিকেলটা এখনও ভালো লাগে।
সব শেষে জানতে চাইব কেমন লাগলো তোমাদের আজকের এই আড্ডা আর জলফড়িং কে কি বলতে চাও তোমরা?
প্রীতমঃ- ভালোই লাগলো, প্রশ্নগুলো অন্যরকম, উদ্যোগটা ভালো, আশা করি সামনের দিনে আরও অনেকের কাছে পৌঁছে যাবে। অল দ্য বেস্ট।
সুমনঃ- বেশ ভালো লাগলো। বেশ interesting questions ছিলো যেগুলোর উত্তর দিতে বেশ মজাই লাগলো।
অনেক অজানা তথ্য বেরিয়ে এলো 💜✨
উত্তরমুছুন