ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

ভালোবাসা বাকি আছে সংখ্যায় পড়ুন জনপ্রিয় কবি অতনু বর্মনের কবিতা আমার পদবী



আমার পদবী
অতনু বর্মন

যে তুমি নির্লিপ্ত আজ দেখেও দেখোনা
বিপন্ন ঘরহারা অবৈধ শিশুর ভেজা চোখ,
রোদমাখা শিশিরকে ন্যাঙটো করো উল্লাসে মেতে
সেই তোর সেই তোর বউ বাচ্চা একবার বেওয়ারিশ হোক।

তারপর বুঝে নিস কতো ধানে কে কে দেয় মই
রাখালের বাঁশিতে যে ধর্মের ষাঁড়কে তাতায়,
কার কার আলপনা কারা কারা মুছে দিলো আজ
সব আমি টুকে রাখছি বিষন্ন মলাট দেওয়া জাবদা খাতায়।

মানুষ নামের জীব বাস করে যে সবুজ গ্রহে
সেখানে যে বাঁদরের পিঠে ভাগে হয় মাতোয়ারা,
আমার পদবী তুমি মনে রেখো শুধু মানবতা
একদিন তাকে তাকে করবোই আমি ভিটেছাড়া।

                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন