ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

X-ক্লুসিভ চাঁদের মানুষ

জলফড়িং এর পক্ষ থেকে তোমাকে প্রথমেই জানাই নমস্কার।




| আর সব কবিতাকে গান হতে হবে এমন কোন দাবীও কেউ করে না |



১.) কিংশুক চট্টোপাধ্যায় কবি এবং সেই সঙ্গে তিনি গান লেখেন। তবে তিনি নিজেকে কিভাবে পছন্দ করেন  কবি নাকি লিরিসিস্ট?

উঃ- যতটুকু কথা বলি, কবিতায় বলি। এই অনিবার্য ও নিরুপায় কথা বলে চলার যে অবস্থা, এর মধ্যেই কখনও কোন কথার গায়ে ও পায়ে কেউ কেউ গয়না ও নুপুর পড়ায়। তারা গান হয়ে ওঠে। আমি শুধুমাত্র কথাটুকুই বলি অথবা কথারা আমার মধ্যে থেকে বলে ওঠে নিজেরাই নিজেদের। মনে হয় উত্তরটা তোমরা পেয়ে গেছ।


২.) তোমার প্রথম লেখা, কবিতা নাকি গান?

উঃ- দেখ, গান কিভাবে লিখতে হয় আমি এখনো জানি না। আমার প্রথম কবিতার বই শিলাজিৎ দা-কে পড়তে দিয়েছিলাম। দাদা-ই প্রথম আমাকে বলে, “তুই গান লেখ, আমি গাইব”। সেই যে গানের ভুত ঘাড়ে চাপলো এখনো নামে নি। আমার যে কথা বলতে ইচ্ছে হয় সে কথাটুকুই লিখি। সেইসব কথাদের কারো কারো ডাকনাম হয়তোবা গান।


৩.) ছোটোবেলা কাটলো,বড়ো হলে তখনও পরিচিতি হয়নি মানে আজকের পরিচিতি তোমার হয়নি । ঠিক কোন সময়টা থেকে কিংশুক চট্টোপাধ্যায় আজকের 'কিংশুক চট্টোপাধ্যায়' হয়ে উঠলো?

উঃ- হওয়া বলতে কিছুই হয় না। আমরা সকলেই হতে হতে যাই। এটা একটা প্রস্তুতি ও চর্চার চলমান যাপন প্রক্রিয়া। এক নির্জন শূন্যতার এবং নিঃস্বতার চর্চা করে চলা। এই একাত্বতাই, সমর্পণ।



৪.) অনেকে বলেন যে কবিতা আর গান এক নয় তাই গানের জন্য আলাদা ভাবেই লেখাটা নিয়ে ভাবতে হয়। এই বিষয়ে তোমার মতামত জানতে চাই।

উঃ- কবিতা ও গান এই দুইয়ের প্রস্তুতি ও প্রকাশ ভিন্ন হলেও, আসলে তা কথা বলারই ভঙ্গিমা। বলাটাই মূখ্য, কি ভঙ্গিমায় বললাম সেটার থেকেও। বলে ফেলার পর হয়ত কিছু কথা গান হয়ে ওঠে, তবে দুইয়ের মধ্যে কোন বিরোধ তো নেই। আর সব কবিতাকে গান হতে হবে এমন কোন দাবীও কেউ করে না। গান বা কবিতা দুটিই কবি ও গীতিকারের নিজস্ব নির্জনতা ও দর্শনে সুন্দর।



৫.) কলেজের সবচেয়ে প্রিয় ঘটনা?

উঃ- বিশেষ কোন ঘটনা কলেজ জীবনে আমার নেই। সাকুল্যে গোটা কুড়ি দিন কলেজে গিয়েছি। ওই সময় কালটায় আড্ডা, ছবি আঁকা, কবিতা লেখা ও প্রেম করেই কেটেছে। পরবর্তীতে মনে আছে অধ্যক্ষের কাছে মুছলেখা দিয়ে পরীক্ষায় বস্তে হয়েছিল।





| এটুকু বুঝি কথাটুকু লিখতে না পারলে হয়তো মরেই যাব |








৬.) "ও চাঁদ" নাকি "ও বাউল" কাকে বেশি ভালোবাসো?

উঃ- আলাদা করে আমার পক্ষে বলা মুশকিল। তবে জনপ্রিয়তার নিরিখে “ও চাঁদ” গানটি “ও বাউল” গানটির থেকে বেশী গ্রহণযোগ্য হয়েছে বলে আমার মনে হয়। এটুকু বলতে পারি “ও চাঁদ” গানটির যে লিরিকাল ধাঁচা, মানে যে একটা গল্পের মত চলন ওই রকমভাবে কথা বলতে আমার বেশ লাগে।


৭.) তোমার প্রথম লেখা কবিতার বই?

উঃ- “নাম আমার কৃষ্ণচূড়া”- শ্রদ্ধেয় দেবকুমার বসুর “বিশ্ব জ্ঞান প্রকাশনা” থেকে প্রকাশিত। সম্ভবত 2000 সালে  বা তার আগের বছর।


৮.) তোমার লেখা গান গুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে বিশেষত সুরের ক্ষেত্রে আর তার সাথে এখনকার গানে( বাংলা রক) যেভাবে সুর বাঁধার কাজ চলছে তাতে করে তোমার কি মনে হয় কিংশুক চট্টোপাধ্যায়ের গান এখনকার সময়ে দাঁড়িয়ে সুরের দিক থেকে পিছিয়ে আছে ?

উঃ- সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সুরকাররা হয়তোবা বলতে পারবেন। এটুকুই বলতে পারি আমার একটি ভ্রাম্যমান দোকান আছে। “জয়গুরু ভান্ডার”. সেখানে ফোক-রক ঝাল-টক সব-ই পাওয়া যায়। যে যেমন চায়, লাগলে বলে, পেয়ে যায়। এই আর কি!



৯.) গান লেখাটা কঠিন নাকি তার সুর করাটা?

উঃ- যার যেটা কাজ তার কাছে সেটাই সহজ।



১০.) এই রাউন্ডের নাম

[ ইচ্ছে না হলেও উত্তর চাই]

ক.) গান ও কবিতা লেখার মধ্যে একটাকে ছেড়ে দিতে হলে কী ছাড়বে?
উঃ- ধরা বা ছাড়া কোনোটাই আমার হাতে নেই। এটুকু বুঝি কথাটুকু লিখতে না পারলে হয়তো মরেই যাব।


খ.) ট্রাম নাকি ট্রেন কোনটা প্রিয়?
উঃ- মেজাজ মাফিক



গ.) হলুদ ট্যাক্সি প্রিয় নাকি এক কাপ( মাটির ভাঁড়) চা?
উঃ- কোনটাই না




ঘ.) বিষন্ন দুপুরে যে দুপুরে তোমার মন খারাপ অথচ তোমাকে শিলাজিৎ দার গান শুনতে বলা হলো। কোন গানটা শুনবে?
উঃ- ফিসফিস


১১.) এই রাউন্ডের নাম

[ একজনকেই বাছতে হবে নতুবা খেলব না ]

ক.) জয় গোস্বামি নাকি শক্তি চট্টোপাধ্যায়?
উঃ-দু’জনেই প্রিয়, একজনকে বাছা সম্ভব নয়।



খ.) শ্রীকান্ত আচার্য নাকি মনোময় ভট্টাচার্য?
উঃ- এভাবে বলা যায় নাকি?


গ.) শ্রীজাত নাকি অনুপম রায়?
উঃ- দুজনেই প্রিয়



ঘ.) রূপঙ্কর বাগচী নাকি শিলাজিৎ মজুমদার?
উঃ- এতক্ষন যতটুকু কথা-বার্তা বললাম তোমাদের সঙ্গে তার মধ্যেই এই প্রশ্নের উত্তর দেওয়া আছে, বুঝে নাও।



১২.) এই রাউন্ডের নাম

[কোনো কথা শুনব না তোমাকে চুরি করতেই হবে বস]

ক.) শিলাজিৎ দার কাছ থেকে কী চুরি করবে?
উঃ- এনার্জি


খ.) দেবদীপ দার থেকে কী চুরি করবে?
উঃ- বিনয়




গ.) নচিকেতা দার কাছ থেকে কি চুরি করবে?
উঃ- মিশি নি, তাই বলতে পারব না।



[পছন্দে কিংশুক]








১.) প্রিয় গান?
উঃ- গান মাত্রই প্রিয়

২.) প্রিয় শহর?
উঃ- আমার শহর

৩.) প্রিয় রঙ?
উঃ- নীল

৪.) প্রিয় মানুষ?
উঃ-মানুষ মাত্রই প্রিয়

৫.) প্রিয় কবি?
উঃ-কবি মাত্রই প্রিয়

৬.) প্রিয় নব অভিনেতা?
উঃ-অনেকের কাজ-ই ভাল লাগে, কোন একজনের নাম বলা সম্ভব নয়।

৭.) ভোতকা নাকি IB?
উঃ-মেজাজ মাফিক

৮.) আপনি কিংশুক চট্টোপাধ্যায়কে চেনেন যিনি গান লেখেন? যদি চেনেন তাহলে বলুন তাঁর লেখা কোন গানটা আপনার প্রিয়। ( তোমাকে একজন পাঠক হিসেবে এই প্রশ্ন করা হলো আর তার উত্তর আমরা শুনতে চাই এখানে তুমি লিরিকিস্ট বা কবি নও, এখানে তুমি শুধু কিংশুক চট্টোপাধ্যায় )

উঃ- না, চিনি না, নামটা কোথাও শুনেছি বলে মনে হচ্ছে। ওনার কোন গান বললে হয়তো বুঝতে পারব।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন