ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

ভালোবাসা বাকি আছে সংখ্যায় কবি মৌসুমি ভৌমিকের কবিতা


নদীবাহিকা
মৌসুমী ভৌমিক
****************
এই তো জীবন, মান অভিমান শোক
হাত ধরাধরি করে স্পর্শ করে যায় ।
ভাললাগার রৌদ্রঝিনুকে মন পুড়ে নিয়ে
অধোমুখে দুঃখ লুকোই বিনীত অন্ধকারে।

নরম জলের ঝরনার গান জড়িয়ে
পাহাড়িয়া মেঘ পরিযায়ী হয়,
আকাশে ছোটে ভাসমান সমুদ্দুর।

আমি তাকে স্পর্শ করি
স্পর্শ করি অবিরল মুক্তধারার
সজল অহমিকাকে।

স্বপ্নময় নদীবাহিকায় খুঁজে ফিরি
সবুজ হাওয়া, বিমুগ্ধ আলো....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন