ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

"আবার আসবো ফিরে" গানের রিভিউ



 পুজো আসছে আর ঠিক পুজোর ছুটিতে এক বিলেত ফেরত রাজপুত্র শহরে ফিরেছে। ফিরেই বন্ধুদের সাথে পুজোর চাঁদা কাটতে  গিয়ে গুরুতর  বিপত্তিতে ফেলল তার চোখকে। চাঁদা কাটলো সেটা ঠিক আছে কিন্তু কাটলো কাকে এই প্রশ্নেই জড়িয়ে গেল একটা ভালোলাগা আর এক চামচ ক্রাশ খাওয়ার গল্প।

সেই ক্রাশকে দেখতেই  তার  পুজোর জন্য রিহার্সাল করা নাচের কচিং এর জানলায় উঁকি মারল ছেলেটি, ব্যস ক্রাশও জলের মতো পাতলা হয়ে হারিয়ে ফেলল নিজেকে।
তারপর চোখের কায়দা আর ঠোঁটের দু-চারটে ক্লিকে প্রেম চলল পুজো জুড়ে আর মেয়েটি চুল সরিয়ে নিয়ে উজাড় করল চাহনি আর বলতে বাধ্য হলো 'না জানি কতবার তোমায় চেয়েছি'।
আর স্বয়ং ক্রাশের মা যখন বিজয়ার সিঁদুর গালে লাগিয়ে দেয় তখন আরও দু-এক পয়েন্ট বেড়ে যায় সাহসের কিন্তু সাহস বাড়লে কি হবে পুজোর দিন স্বাভাবিক ভাবেই শেষ এবার ফিরতে হবে সেই বিদেশের পথে। ফেরার পথেই ভেজা ভেজা চোখ যখন দেখে পেরিয়ে যাওয়া হলুদ ট্যাক্সি  ব্যাক করছে এবং ট্যাক্সি থেকে নেমে আসা ছেলেটি তার সাথে কথা বলব বলেই নেমে এলো আর বলে গেলো  'বছর ঘুরে আবার আসব ফিরে' তখন কে আর না বলে থাকতে পারে 'আমি অপেক্ষায় থাকব'।



এরকম একটা চকচকে গল্প তৈরী করেছে কিছু তরুণ তুর্কির দল



তাই দেরি  না করে আপনার পুজোর অ্যালবমের মধ্যে এই গানটিকেও রাখতে পারেন লিস্টে।

" আবার আসবো ফিরে

পরিচালনা ও ভাবনা:- অর্পণ বসাক
নায়ক:- সুপ্রতিম সাহা
নবাগতা নায়িকা:- শ্রীতমা কর্মকার
গায়ক গীতিকার ও সুরকার:- পীযূষ দাস।

শুনতে ক্লিক করুন নীচের লিঙ্কে
https://youtu.be/_TskvNYY-yI












রিভিউ কলমঃ- সুদীপ্ত সেন
 ( ডট.পেন)
( FOUNDER OF JOLFHORING WEB MAGAZIN) 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন