জলজ
তুষারকান্তি রায়
যদি আমাকে দ্যাখো তুমি উদাসী
ফিরে যেওনা, তুমি
দ্যাখো অপেক্ষার বাইরে কেমন
কৌতুহল থমকে আছে !
সুবর্ণরেখা জুড়ে নুয়ে আছে পাতা
সুদীর্ঘ শ্রাবণের মেঘ বরাবর
শিস বাজিয়ে নেচে বেড়াচ্ছে শব্দচিল
নিরিবিলি কিছু ভেজা ধুলোর
টানটান স্বরলিপি !
আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি কারণ, আর অকারণে
বেরিয়ে আসছি সম্ভাবনার বাইরে !
আমার আষ্টেপৃষ্ঠে এখন মেঘের
উপমাময় সর্বনাম !
তুমি কী সত্যিই ভুলে গ্যাছো ! না কি
ইচ্ছাকৃত ফেলে গ্যাছো
এইসব শালিখ - বুলবুলি !
মিষ্টি প্রেমিকার মতো জলে
পা ফেলে ফেলে সন্ধ্যার দিকে
এগিয়ে যাওয়া এমন জলজ বিকেল !
তুষারকান্তি রায়
যদি আমাকে দ্যাখো তুমি উদাসী
ফিরে যেওনা, তুমি
দ্যাখো অপেক্ষার বাইরে কেমন
কৌতুহল থমকে আছে !
সুবর্ণরেখা জুড়ে নুয়ে আছে পাতা
সুদীর্ঘ শ্রাবণের মেঘ বরাবর
শিস বাজিয়ে নেচে বেড়াচ্ছে শব্দচিল
নিরিবিলি কিছু ভেজা ধুলোর
টানটান স্বরলিপি !
আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি কারণ, আর অকারণে
বেরিয়ে আসছি সম্ভাবনার বাইরে !
আমার আষ্টেপৃষ্ঠে এখন মেঘের
উপমাময় সর্বনাম !
তুমি কী সত্যিই ভুলে গ্যাছো ! না কি
ইচ্ছাকৃত ফেলে গ্যাছো
এইসব শালিখ - বুলবুলি !
মিষ্টি প্রেমিকার মতো জলে
পা ফেলে ফেলে সন্ধ্যার দিকে
এগিয়ে যাওয়া এমন জলজ বিকেল !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন