১.)
বারমুডা ত্রিভুজ & রহস্যময় চুম্বক
------------------শব্দরূপ : রাহুল গাঙ্গুলী
হিংটিংছট্
জাদুকর তখন রাজার ভূমিকায়
জাদুকাঠিতে শূন্যদ্বীপ এবং রাজপরিষদ
যার ক্রমিকমান যেমন খুশি সাজো
এই যে এমন ১টা নির্বিষকথন
গণতন্ত্রে কিন্তু প্রবল বিষধর
কিন্তু ওই যে জাদু অথবা সাজো যেমন খুশী
প্রজা বলতে ফসলীজমিনের জাদুঘর
তসবির বলছে নক্সাকাটা বরফ
বরফ মানছে ঐশ্বরিক মাটি
মাটির তরফে রাতের জাদুমেঘ
মেঘ খাচ্ছে আকাশপথের ফলক
ঐ যে বলা হোলো হ য ব র ল
ডিঙি নৌকায় সবকিছুই আমার
জাদুর ঠেলায় হাড়হাভাতের দল
দল চালায় বেগুনখুড়োর কল
মিশতে মিশতে খেলা শুরুর খেলা
দূরে।আরো দূর ভেঙে
দূরবীন ও আকাশ গলছে।আমরা নিথর
পালা করে স্বপ্নগুলো ~ খুন ও বিপ্লব
২.)
বাকি থাকে
অমিয়া গড়াই
আমার ছাদে জ্যোৎস্না এখন
আকাশ জুড়ে মুগ্ধতা
তবুও যেন মন টানে না
শহর জুড়ে বিষন্নতা।
এখন আমি একলা ভীষণ
ভালোবাসায় বিষম খাই
প্রেমের নেশায় মাতব ভেবে
জীবনটাই হারিয়ে যাই।
অপেক্ষারা তবুও ভাবে
বদল হবে সময়টার
ভালোবাসা বাকি থাকে
জমানো স্মৃতির পাহাড়টাই।
৩.)
বেরঙিন পাণ্ডুলিপি
অন্তরা চ্যাটার্জী
আমার বুকের মধ্যে অজানা রহস্যের সাইরেন
হাহাকার পুষে রাখছে
মৃত জ্যোৎস্নার চোরাবালি
ভাঙা চাঁদ, কাঁচ ধোয়া ক্ষত,
দুরন্ত এক্সপ্রেসের আদুরে আলাপ।
ক্লান্তির ভিতর উবু হয়ে বসে
বয়স ডোবার গল্প,
মৃত ঘুমের গেলাসে বাদামি স্বপ্নের মদ
আর পায়ের পাতায় হোঁচট নামছে ক্রমাগত।
৪.)
নেই তুই এই শহরে .....
রুনা দত্ত
তুই নেই ,নেই তুই আমার কাছে,এই শহরে
নেই খোলা আকাশ নেই সবুজ বাতাস
নেই মাটির ঘ্রাণ নেই শিকড়ের টান
নেই প্রেম নেই ভালোবাসা ছিন্নমূল এই শহরে ।
আমার শহর এখন বন্দি মুঠোফোনে আর স্কাইপিতে
এই শহর বন্দি এখন ভার্চুয়াল প্রেম আর ওয়েবক্যামে ।
এই শহরে যন্ত্রণা আছে , আছে বিষবাষ্প
আছে লুকোনো পাপ, অনেক লুকোনো অভিশাপ
আছে সারি সারি দশ বাই দশের খুপরিতে
ছোট ছোট জেলবন্দি ধূসর আকাশ ।
আজকাল বরং মনে হয় এই শহরে
মুখের থেকে বেশী মুখোশের বাস।
.এই শহরের সবুজে বাসা বেঁধেছে অসুখ
হলুদ বিবর্ণ কোষে শুধুই মৃত্যুর ছোঁয়াচে স্পর্শ
আর শহরের পিচ ঢালা রাজপথে শুধু হাহাকার।
শপিং মল , রাতের অন্ধকার, নিষিদ্ধ হাতছানিতে
বাতাসে অবৈধ লেনদেনের গন্ধ ভাসে ......
মিথ্যের ম্যানিকুইনে আটকে থাকে
চলমান মানুষের আকাশচুম্বী লোভ।
সকলেই ছুটছে অলিগলি থেকে রাজপথে
ছুটছে শহর দিন থেকে রাতে, রাত থেকে দিনে
ফেলছে বেহিসেবি পা মিথ্যের অসংখ্য ফাঁদে ।
আটকে আছে আমার শহর আজ
মিথ্যে প্রতিশ্রুতির ঘেরাটোপে
কোথায় থামতে চায় ?কোথায় সীমানা ?
বুমেরাংয়ে লেগে ফিরে যায় মানুষের বাঁচাগুলো।
ক্যালাইডোস্কোপে ক্রমশ সণ্দিগ্ধ আমি
অবিশ্বাসের কাছে বিশ্বাস নতজানু এই শহরে
এই শহরে মানুষ আছে ,আছে মানুষের বোবা কান্না
আছে বিষণ্ণতা , হারানোর ভয় ,লুকোনো চোখ।
কিন্তু আরো আছে , চেনা মুখের আড়ালে অচেনা মুখ
শুধু তুই নেই , নেই তুই আমার কাছে,এই শহরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন