নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

আবার আকস্মিক...... ২ দিনের মধ্যে লেখা দিন।

আমরা ছোটোবেলায় এক ছাদ থেকে আরেক ছাদ (কাছাকাছি) নারকেল মালোয় দিয়ে ওয়াকি- টককি বানিয়ে কথা বলতাম বন্ধুদের সাথে।

মনে আছে কী ? বা এমন কাজ করতেন কী?



যদি মনে থাকে বা করে থাকেন তাহলে সেই স্মৃতিতে লিখে ফেলুন কবিতা ও গল্প। 


কবিতা ৮ লাইনের বেশি পাঠাবেন না৷ 


গল্প পাঠাবেন ১০০ থেকে ২০০ শব্দ দিয়ে।


ঠিকানাঃ- what's app করুন ৭৩৮৪৩২৪১৮০  এই নম্বরে...। 


সময়ঃ- ১৩ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত।

প্রচ্ছদেঃ- অনুরূপা মাইতি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন