নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ওয়াকিটকি নিয়ে প্রীতম রায়ের কলম


নস্টালজিক ওয়াকি টকি

বাড়ি ফিরে সেদিন বইয়ের তাক টা গোছাতে গিয়ে
খুঁজে পেয়েছিলাম পুরোনো অ্যালবামটা।
বাবার তোলা জেনিথের ক্যামেরাটায়
জড়িয়ে আছে আমার আর রঞ্জুর ছোটবেলা
নারকেল মালায় সুতো ভরে দিতাম ছুড়ে ওদের ছাদে।
ক্যাচ রঞ্জু, হ্যালো বল, শুনতে পাচ্ছিস!
অনেক গোপন কথার সাক্ষী ছিল আমাদের এই ওয়াকি টকি।
ছবি টা হাতে হারিয়ে গেলাম আমি আর রঞ্জু ছোটবেলার নস্টালজিয়ায়।
                                             

🖋 প্রীতম রায়

প্রচ্ছদঃ- অনুরূপা মাইতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন