ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ভ্রুন হত্যা

         জয়দেব বেরা (পূর্ব মেদিনীপুর)


মা গো ,কতো স্বপ্ন দেখেছিলাম
তোমার গর্ভে গিয়ে দশ মাস-দশ দিন
কতই না খেলা করবো,
তারপর এই সুন্দর পৃথিবীর
আলো দেখবো,আর
তোমায় মা,মা বলে ডেকে বেড়াব,
তোমার কোলে থেকে নিস্তব্ধে
ঘুমের দেশে পাড়ি দেবো।
আর বাবার কাঁধে চেপে
সারা দুনিয়ায় ঘুরে বেড়াবো
কিন্তু হঠাৎ এক ধারালো জিনিসে
আমার স্বপ্ন ভেঙে চুরমার হতে লাগলো।
কে যেন আমার সব অঙ্গখানি খণ্ড খণ্ড করে
আমাকে চূর্ণ-বিচূর্ণ করে দিলো।
অবশেষে আমি টুকরো টুকরো হয়ে
পড়ে থাকলাম এক আস্তাকুঁড়েতে।
কুকুরে শেয়ালে,ছিঁড়ে ছিঁড়ে আমায় খাচ্ছে।
উঃ কি কষ্ট,সে কি যন্ত্রণা।
তাইতো,বাবা-মা কে আমি প্রশ্ন করি?
কেন করেছিলে এমন আনন্দ?এমন ফুর্তি?
যে ফুর্তি করলো আমায় ধ্বংস।
যে আনন্দ ধ্বংস করলো আমার স্বপ্ন।
জবাব দাও?উত্তর দাও?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন