পরিচালক অর্পন বসাকের পরিচালনায় এবং ভাবনায় লোকডাউনের পরেই আসতে চলছে প্রযোজক বিশ্বজিৎ কুমারের প্রযোজনায় এক স্বল্পদৈর্ঘ্যর ছবি "মালিনি"।
২৫ মিনিটের এই ছবিটি তৈরী হয়েছে একজন লেখকের জীবনীকে কেন্দ্র করে। ছবিতে দেখা যাবে লেখক স্বরণজিৎ-এর জীবন কাহিনী হঠাৎ করেই চলে আসে সাংবাদিকের সমানে আর সব মিলিয়ে একজন লেখকের জীবনের উন্মোচনের গল্প নিয়ে আসছে পরিচালক অর্পন বসাকের ছবি "মালিনি"।
ছবিতে অভিনেতা সুপ্রতিম সাহাকে লেখকের ভূমিকায় দেখা যাবে। এক অভিনব লুকে ধরা দেবে সুপ্রতীম। তার বয়সের চেয়ে কয়েক পা আরও সামনের দিকে এগিয়ে গিয়ে অভিনেতা সুপ্রতীম সাহা লেখকের ভূমিকায় অভিনয় করেছেন এই ছবিতে। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছন শ্রী সুজয় প্রসাদ চ্যাটার্জী, ঋ সেন, আনন্দ চৌধুরী, ঐশ্যি ভট্টাচার্যের মতো সুদক্ষ অভিনেতা-অভিনেত্রীরা।
পরিচালক বললেন এই ছবিটি তার একার জন্য হয়নি এখানে আরও সবাই মিলে তাকে সাহায্য করেছেন।
এ বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন যাদের ছাড়া "মালিনি" কোনো ভাবেই সম্ভব হতো না তারা হলেন.....
প্রথমেই বলি প্রডিউসার তথা বিশ্বজিৎ কুমার, তাকে অংসখ্য ধব্যবাদ জানাই।
অনুভব চ্যাটার্জী ( যিনি একজন ডিরেক্টরের দৃষ্ট্যতাকে সুন্দর ভাবে তুলে ধরেছেন নিপুণতার সাথে)
সায়ন্তন নাগ( এডিটর এবং কালারিস্ট)
Executive producer দেবার্ঘ্য মুখার্জি
আকাশ কুমার ( script writer) অর্থাৎ আমার ভাবনাকে লিখিত রূপ দিয়েছেন আকাশ।
ছবিতে মিউজিক করেছেন মেঘ ব্যানার্জী।
সজল মজুমদার( art direction)। সজল দা দারুণ ভাবে ওয়ার্ক আউট করেছেন।
লিংকন রায় ( make up artist)। লিংকন দা স্বরণজিৎ-এর আসল বয়স থেকে বয়স্ক হতে সাহায্য করেছেন।
অর্পিতা সরকার যিনি ঐশী ভট্টাচার্য্যের মেকআপ করেছেন এবং ছোট্টো ঐশীকে এক গৃহবধূর মতোন তৈরী করেছেন মেকআপের মাধ্যমে।
"মালিনি"-র সমস্ত styling costumes করেছে নিশ্চিতা সেনগুপ্ত।
এবং সোনালী সেন ঋ সেন , সুপ্রতীম সাহা এবং সুজয় প্রসাদের লুক রেডি করেছেন।
সমস্ত আউটডোর লোকেশন ট্যাকেল করেছেন এবং second unit cinematographer যিনি ছিলেন তার নাম চন্দন কুমার বিশ্বাস। অসম্ভব দক্ষ একজন মানুষ তিনি।
ড্রোন অপারেট করেছেন হিতেশ যেশওয়াল হিতেশ Aerial view capture করেছেন।
খুব তাড়াতাড়ি "মালিনি"-র পোস্টার আসবে যা design করেছেন মোনালিসা দাস।
কিন্তু এই সংকটকালীন অবস্থায় পরিচালক বললেন আগে মানুষের বেঁচে যাওয়াটা দরকার তারপর ছবি। কারণ ছবির চোখ তো মানুষই। তিনি আরও বললেন, লোকডাউনের সময় কেউ বাইরে যাবেন না ঘরেই থাকুন। আমি আশাবাদী সব বিপদ কেটে যাবে খুব শীঘ্রই আর আমি আপনাদের "মালিনি" উপহার দেব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন