ওয়াকি-টকি
🖋 প্রেমা নাহা বসাক
ফোনটা আজও রিং বেজে বেজে কেটে গেল।
একটা চেনা গলার প্রতীক্ষা করি রোজ
জানি নেই তুই ওপারে, অনেক দূরে হারিয়ে গেছিস অজানায়,
সেখানে এই ফোনের তার যায় না।
তাই ইচ্ছে করে ফিরে গিয়ে আমাদের সেই ছেলেবেলার
নারকেল মালার ওয়াকি-টকিতে চিৎকার করে বলি
"ফিরে আয় একটিবার বিনিই........"
ওপাশ থেকে বলবি কি তুই, "আমি আসছি"?
প্রচ্ছদঃ- অনুরূপা মাইতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন