ডিভোর্স হওয়া বাবা
🖋সুদীপ্ত সেন ( ডট.পেন)
🖋সুদীপ্ত সেন ( ডট.পেন)
সময় ফুরিয়ে গেছে কাজে। আজ একটুখানি ছুটি তাই নিছক ছাদে বসি
তুমি চলেই গেছ কবে, তাই শূন্যতাকে মুছব বলেই পাশে বোতলখানা পুষি।
তুমি চলেই গেছ কবে, তাই শূন্যতাকে মুছব বলেই পাশে বোতলখানা পুষি।
তোমার যাওয়ার কয়েকখানা মাসেই আমার অবস্থাটা ম্রিয়
সেসব কথা জানে পাড়ার লোকে। পারলে একটু খবর-টবর নিও....।
সেসব কথা জানে পাড়ার লোকে। পারলে একটু খবর-টবর নিও....।
আমারই ভুল। এসব এখন অতীত জেনেও বলতে এলাম ছাদে৷
আসলে হয় না ওই মনখারাপে পুরুষমানুষ একলা দেখে কাঁদে।
আসলে হয় না ওই মনখারাপে পুরুষমানুষ একলা দেখে কাঁদে।
sorry, একটু খানি দাঁড়াও আগে আগুনটাকে ধরাই
ধরলে আগুন বুঝতে পারি। পোড়ার গন্ধ কেমন ছড়ায়।
ধরলে আগুন বুঝতে পারি। পোড়ার গন্ধ কেমন ছড়ায়।
এবার বলো কেমন আছো লোকডাউনে, আন্টি কেমন আছেন?
তাঁকে দেখেই বুঝতে পারি। আগাছারা কেমন করে ভরসা নিয়ে বাঁচে।
তাঁকে দেখেই বুঝতে পারি। আগাছারা কেমন করে ভরসা নিয়ে বাঁচে।
ভুলেই গেছি লকডাউনে কি যায় আসে তোমার? তুমি তো সেই কবে থেকেই ভাঙা
Pls don't mind, আসলে একটু সময় পেলেই আমি সাজতে থাকি কাঙাল।
Pls don't mind, আসলে একটু সময় পেলেই আমি সাজতে থাকি কাঙাল।
তাই ওভার টাইম করি৷ তবু নিয়তির এই খেলায় আমায় কে আর জেতায় বলো?
ভাগ্যিস সেই খেলাটা জিতেই ছিলাম। জানো, তুলি তোমার মতোই ভালো।
ভাগ্যিস সেই খেলাটা জিতেই ছিলাম। জানো, তুলি তোমার মতোই ভালো।
তোমার মতো টিপ পরে সে, রঙ একটু কালোই
নাম রেখেছি তুলি। সে তোমার মতোই ভালো!
ছবিঃ- সুদীপ্তা ঘোষ
নাম রেখেছি তুলি। সে তোমার মতোই ভালো!
ছবিঃ- সুদীপ্তা ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন