*আমরা আবার পথে বেরোবো*
জনমানবহীন পথে মৃত্যুর মিছিল,
শুনলাম আরো দুটো পড়েছে লাশ,
অন্দরমহলে আজ ভীত সন্ত্রস্ত মুখের ভীড়
দিন গুনছে কেবলই একটু ভালোর প্রত্যাশায়।
এ কোন মৃত্যু পরোয়ানা এসেছে আজ দ্বারে,
কোন অদৃশ্য যমদূত কড়া নাড়ছে সন্তর্পনে?
হ্যাঁ, এ মৃত্যু উপত্যকা আজ আমার ই দেশ।।
মৃত্যুভয় আজ এনেছে একতা, সব ভুলেছে দ্বেষ।
অনিশ্চয়তার কালো ছায়া ঘিরেছে বিশ্বকে,
আতঙ্কের ধূসর মেঘ ঘনীভূত হচ্ছে প্রতিনিয়ত।
তবুও অন্ধকারের ঘনঘটায় থাকুক আশার আলো,
বিশ্ব আবার সুস্থ হবে,
মানবসভ্যতার জয়ধ্বজা উড়বে আবার,
নীল আকাশে, মলয় বাতাসে।।
-- ঈশিতা মন্ডল
জনমানবহীন পথে মৃত্যুর মিছিল,
শুনলাম আরো দুটো পড়েছে লাশ,
অন্দরমহলে আজ ভীত সন্ত্রস্ত মুখের ভীড়
দিন গুনছে কেবলই একটু ভালোর প্রত্যাশায়।
এ কোন মৃত্যু পরোয়ানা এসেছে আজ দ্বারে,
কোন অদৃশ্য যমদূত কড়া নাড়ছে সন্তর্পনে?
হ্যাঁ, এ মৃত্যু উপত্যকা আজ আমার ই দেশ।।
মৃত্যুভয় আজ এনেছে একতা, সব ভুলেছে দ্বেষ।
অনিশ্চয়তার কালো ছায়া ঘিরেছে বিশ্বকে,
আতঙ্কের ধূসর মেঘ ঘনীভূত হচ্ছে প্রতিনিয়ত।
তবুও অন্ধকারের ঘনঘটায় থাকুক আশার আলো,
বিশ্ব আবার সুস্থ হবে,
মানবসভ্যতার জয়ধ্বজা উড়বে আবার,
নীল আকাশে, মলয় বাতাসে।।
-- ঈশিতা মন্ডল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন