নতুন পৃথিবী
জয়িতা ঘোষ
সভ্যতার শিখরে উঠে মানবজাতি ভাবে-
পৃথিবীর সব এবার আমার
হাতের মুঠোয় রবে।
বিষাক্ত এক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বলে,
প্রকৃতিকে নিজের ইচ্ছেমত
শোষন করে চলে।
প্রকৃতির আজ এসেছে
সময় প্রতিশোধ নেবার-
নিজের মত বাঁচার, সমান অধিকার আছে সবার।
যে দেশ যত প্রকৃতি থেকে নিয়েছিল শুষে-
প্রকৃতি আজ নেবে ফেরত, হিসেব নিকেশ কষে।
ছোট এক অনুজীবের কাছে
গোটা মানবজাতি ত্রস্ত,
উন্নত টেকনোলজি,
পরিকাঠামো একে একে সবই হয়েছে পরাস্ত।
শুধরে নাও নিজেকে তবে,
এখনো সময় রয়েছে
ভালোবাসা নয়, মৃত্যুভয় আমাদের একসুত্রে গেঁথেছে।
একসাথে বাঁচব মোরা,
একসাথে লড়ব
অশুভ শক্তির বিনাশ করে নতুন পৃথিবী গড়ব।
দূষণ মুক্ত পৃথিবীতে হবে
নতুন সূর্যোদয় ,
নতুন যুগের সেই প্রভাতে আমরা করব জয়।
জয়িতা ঘোষ
সভ্যতার শিখরে উঠে মানবজাতি ভাবে-
পৃথিবীর সব এবার আমার
হাতের মুঠোয় রবে।
বিষাক্ত এক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বলে,
প্রকৃতিকে নিজের ইচ্ছেমত
শোষন করে চলে।
প্রকৃতির আজ এসেছে
সময় প্রতিশোধ নেবার-
নিজের মত বাঁচার, সমান অধিকার আছে সবার।
যে দেশ যত প্রকৃতি থেকে নিয়েছিল শুষে-
প্রকৃতি আজ নেবে ফেরত, হিসেব নিকেশ কষে।
ছোট এক অনুজীবের কাছে
গোটা মানবজাতি ত্রস্ত,
উন্নত টেকনোলজি,
পরিকাঠামো একে একে সবই হয়েছে পরাস্ত।
শুধরে নাও নিজেকে তবে,
এখনো সময় রয়েছে
ভালোবাসা নয়, মৃত্যুভয় আমাদের একসুত্রে গেঁথেছে।
একসাথে বাঁচব মোরা,
একসাথে লড়ব
অশুভ শক্তির বিনাশ করে নতুন পৃথিবী গড়ব।
দূষণ মুক্ত পৃথিবীতে হবে
নতুন সূর্যোদয় ,
নতুন যুগের সেই প্রভাতে আমরা করব জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন