ছোটবেলার ফোন
🖋নীতা কবি
ছোট্ট-বেলার ছোট ছোট খেলা মনে পড়ে আজ বড়ো
ছোট্ট হাতে বানাতাম ফোন, হতাম সকলে জড়ো
নারকেলের দুটো খোলা দিয়ে আর লম্বা সুতোর টানে
বলতাম কথা, চুপিচুপি যেন কেউ শুনবে না কানে
এক ছাদ থেকে আর এক ছাদের দূরত্ব গড়ে নিয়ে
ফোন -ফোন খেলায় মেতে উঠতাম ,সবার আড়ালে গিয়ে
সংসার চাপে ছিন্ন হয়েছি ,হারিয়েছে ছোটবেলা
বার বার মনে ঘুরপাক খায় ছোট ছোট সেই খেলা।
প্রচ্ছদঃ- অনুরূপা মাইতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন