ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ওয়াকিটকি নিয়ে সাগর হালদারের লেখা



খেলার ছলে বিজ্ঞান
     🖋 সাগর হালদার

দুটো নারকেল মালায়
তোমার-আমার ছোট্ট তফাতে
অনুরণন জাগাতাম কর্ণকুহরে।

তুমি দাঁড়িয়ে থাকতে কথার ওপারে
ছেলেবেলায় বিজ্ঞান সৃষ্টি করেছি বটে!
কবিতা ও গানে একে ওপরের শিহরণ জাগাতাম।

এই লকডাউনে পুরোনো ওয়াকি-টয়াকি থাকলে...
তোমার সাথে কথা বলার ক্ষোভটা উপড়ে দিতাম।

প্রচ্ছদঃ- অনুরূপা মাইতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন