ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ওয়াকিটকি নিয়ে কলমে রথীকান্ত সামন্ত


কথাচ্ছলের কথা

আজও ছাদগুলো আছে কাছাকাছি শুধু গিয়ে বসবার চল নেই
আর ভাবগুলো বড়ো অক্ষরময়, কথা বলবার ছল নেই।

ক্ষীণ সুতোগুলো কিছু খেয়েছে সময়, কিছু উড়ে গেছে হাওয়াতে
কত মুঠো মুঠো কথা ভনিতাবিহীন অবিরাম চাওয়া পাওয়াতে

খুব কম চোখ যায় জানালায়, হাতে খেলা ফোন নয়, সত্যি।
আর মনে পড়ে মৃদু শব্দেই তুই সুতোবাঁধা ফোন ধরতিস।

গেছে অ্যান্টেনা, সেথা নিভু বৈকালে সান্ধ্যপাখির দল নেই
আজ অভিসার বড়ো মৌখিক, তাই ছাদে আসবার চল নেই।
           _____________
   
🖋 রথীকান্ত সামন্ত

প্রচ্ছদঃ- অনুরূপা মাইতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন