একান্তে আত্মার বিলীন
সুনন্দ মন্ডল
একা, একাকী
একাকীত্ব
পুষে রাখা অশান্তি
মানসিক দোটানা।
অবসাদ
অবনমন
জীবন্ত চিতা
বুকে দহন
খনন, নিঃসরণ
বিদগ্ধ বীজ
নিজের মতো বাঁচা!
নিজেকে অনেকখানি ভাঙতে ভাঙতে গড়তে হয়।
অচেনা আত্মমুখীনতা
ধ্বংস করে দেয় মন
একান্তে আত্মার বিলীন ঘটায়।
অস্তিত্বের সংকটে বিবেক জ্বলতে জ্বলতে
আর কতখানি পুড়লে
মৃত্যুর লাল সিঁড়ি দেখতে পাওয়া যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন