ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ জুন, ২০২০

কবিতায় : প্রীতম রায়

খোঁজ
প্রীতম রায়

খুঁজে দেখলে রাস্তাগুলো
কোথায় গিয়ে শেষ হচ্ছে,
বাঁ চোখে তখনও স্বপ্ন হাজার
করতালিরা কান পেতে শুনছে।
ডান চোখের নীচে তখন আসমুদ্র হিমাচল
গভীর খাত পিচ্ছিল রাস্তায় শ্যাওলা জমে
হাঁটতে কষ্ট হচ্ছে।
বাইরে তখনও বৃষ্টি অনবরত ঝাপটা
জানলার ওপারে দুটো কাকের কথোপকথন
ঠায় বসে গিলছে অজানা শব্দ গুলোকে
এপারের তোলপাড় থামাতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন