ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

ছোটবেলার রথযাত্রা : প্রীতম রায়



ছোটবেলার রথযাত্রা
 প্রীতম রায়

 ছোটবেলা থেকেই একা বড় হওয়ার সাথে সাথে ইচ্ছে জেদ দুটোই খুব বেশি ছিল।চাইতেই পেয়ে যেতাম হাতের মুঠোয়। ভালো খারাপ বোঝার বোধ টা তখন কোথায়? ছোট্ট মনে একটাই প্রশ্ন তখন ঘোরাফেরা করতো ওর এটা আছে সেটা আছে আমার কেন নেই?
তবে বড় হয়ে ওঠার সাথে সাথে ইচ্ছে গুলো কোথায় যেন হারিয়ে গেল, পড়াশুনা আর মোটা সোটা নোটবুকের মাঝে, মুখস্থ করে রাখা থিওরি গুলোর মাঝে।
ভুলেই গেছি শুভ র দেখা দেখি বাবার কাছে জেদ করে রথ কেনার কথা।আগে রথ কিনে দাও পড়ে খেতে বসবো মায়ের সাথে আড়ি করা আরও কত কি,মনে মনে নিজেই যখন দেখি আমার চেয়ে তেরো বছরের ছোট বুবু কে একইরকম জেদ করতে।কাকা বলে বুবু টা ঠিক তোর মতই হয়েছে।জেদ করে ও কাকার থেকে রথ কিনলো ওর রথ টা আমি সাজিয়ে দিলাম মার্বেল পেপার আর গাঁদা ফুলের মালা দিয়ে।যেভাবে বাবা সাজিয়ে দিয়েছিল ছোটবেলায় রথটাকে।তারপর জগন্নাথ, বলরাম আর সুভদ্রা কে সাথে নিয়ে ঘুরলাম এপাড়া সে পাড়া,তারপর সন্ধ্যে নামার পর বায়না মেটাতে যেতে হল রথের মেলায়।কিনে দিলাম জিলিপি আর পাঁপড়।
নিয়ম মাফিক বাঁচতে বাঁচতে অনেকদিন পর ভালো লাগা খুঁজে পেলাম ছোট ভাইয়ের বায়নায়। ঘুরে দেখলাম নিজের ছোটবেলার দিনগুলো ওর রথযাত্রায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন