মন খারাপের দিন
আমিমোন ইসলাম
যখন খুব মনে পড়ে তোমায়,
কিন্তু তুমি করছ স্কুল কামাই।
সেটাই বুঝি মন খারাপের দিন,
সাদাকালো দেখি যা কিছু রঙিন।
স্কুলে যখন পুজোর ছুটি পরে,
আমার আকাশ মেঘলা মেঘলা করে,
মন-খারাপ সারা শরীর জুড়ে।
কাশ ফুলেও তোমায় মনে পড়ে।
স্কুলের যেদিন শেষদিন, মাধ্যমিকের পরে,
তোমার কথা রয়ে গেল, মন কেমনের ঘরে।
ওটাই বুঝি মন খারাপের দিন,
রঙিন স্মৃতি আজ বেরঙিন।
আমিমোন ইসলাম
যখন খুব মনে পড়ে তোমায়,
কিন্তু তুমি করছ স্কুল কামাই।
সেটাই বুঝি মন খারাপের দিন,
সাদাকালো দেখি যা কিছু রঙিন।
স্কুলে যখন পুজোর ছুটি পরে,
আমার আকাশ মেঘলা মেঘলা করে,
মন-খারাপ সারা শরীর জুড়ে।
কাশ ফুলেও তোমায় মনে পড়ে।
স্কুলের যেদিন শেষদিন, মাধ্যমিকের পরে,
তোমার কথা রয়ে গেল, মন কেমনের ঘরে।
ওটাই বুঝি মন খারাপের দিন,
রঙিন স্মৃতি আজ বেরঙিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন