ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ জুন, ২০২০

কবিতায়: রথীকান্ত সামন্ত

নিত্যবিষাদ
রথীকান্ত সামন্ত

মনখারাপের পদ্য জমে মেঘলা দিনে।
হঠাৎ ঝড়ে মগ্ন ধুলো পাগলপারা,
খোঁজ থাকে না কোথায় কখন ঝরলো তারা,
পড়লো বেলা, এলো না কেউ এপথ চিনে।
বিষন্নতা ঘনিয়ে ওঠে মেঘলা দিনে।
মুখ বোজা আর মাথায় অলীক চিন্তাবমন।
মন্দশ্বাসে আবছা হলো কাঁচের দেওয়াল,
বাকি থাকে অশ্রুরাশির হিসাব নেওয়া,
পৃথিবীতে চলতে থাকে আত্মরমণ ঝড়ের নামে ।
বাড়তে থাকে চিন্তাবমন। 
হয়ে পড়ি একলা আরো। প্রেমও উধাও।
মুখে নিই হাসির মুখোশ, কান্না পিছে,
এভাবেই বাঁচার নাটক দীপের নীচে,
গোঙানির প্রতিধ্বনি জাগায় ক্ষুধা স্তব্ধতাতে।
ঠিক তখনই প্রেমও উধাও।
গেঁথে রাখি শেষ ক' কথা কঠিন পিনে–
বেঁচে আছি কেমন করে বিষাদ যুঝে।
অবসাদে রাঙাই নেশা মাত্রা বুঝে।
ঝোড়ো হাওয়া এলেই আমার অন্তরিনে ঝিমিয়ে পড়ে।
 আমার বিষাদ নিত্যদিনের।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন