ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

সম্পাদকীয় জলফড়িং



 সম্পাদকীয় জলফড়িং

 নতুন উদ্যোম নতুন উদ্দীপনা নতুন সম্পাদক নতুন ভাবে হোঁচট ভুলে আবারও পথ চলা, কবিরাই সম্পাদক সম্পাদকই কবি হঠাৎই এই চিন্তাটা মাথায় এল ভাবলাম এরকম কিছু যদি করা যায় তো কেমন হয়।গুরুজনেরা বলেন ভাবিয়া করিওকাজ করিয়া আর ভাবিও না তবে আমাদের মতো আধ দামড়ারা হামেশাই উল্টো পথে চলে, এবারও যে অনয়থা হল তা নয়, বড় কাজের পর পেলাম একটা পরম সুখ সাইডলাইনের ধারে দাঁড়িয়ে মোটা ফ্রেমের চশমা ছাড়াই পরখ করে নিলাম নতুনদের দারুন কাজ ভয় চিন্তার লেশ মাত্র নেই, বিপদের মুখে দামাল ঘোড়া হতে ওরাই পিছনেই নয় থাকলাম আশ্বাসের হাত হয়ে।এগিয়ে চল নবীন এগিয়ে চল জলফড়িং। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন