নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ২১ জুন, ২০২০

সাপ্তাহিকের সম্পাদিকা : প্রেমা নাহা বসাক

নমস্কার,
 আমি প্রেমা নাহা বসাক। জলফড়িং আয়োজিত 'আপনিই সম্পাদক আপনিই কবি' সাপ্তাহিক সংখ্যা বিভাগে এই সপ্তাহে আমায় সম্পাদনার ভার অর্পণ করা হয়েছে। যার জন্য জলফড়িং ওয়েব ম্যাগাজিন- কে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

এই সপ্তাহে সাপ্তাহিক সংখ্যায় লেখার বিষয় হিসেবে আমি 'একাকীত্ব- অবসাদ অথবা নিজের মতন বাঁচা' বিষয়টিকে নির্বাচন করেছি। আমরা আধুনিকতার গাড়িতে চড়ে বহুদূর এসেছি কিন্তু পথে একা থেকে ভীষণ একা হয়ে পড়েছি ক্রমশ। ভার্চুয়াল জগতে বন্ধুর অভাব নেই, কিন্তু বাস্তবজীবনে প্রতিযোগিতার খেলায় মেতে হয়েছি একে অপরের শত্রু। মন ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে পৌঁছেছে যে তা আর জোড়া লাগেনা। সব আছে তবু কিছুই নেই। ভীড় ঘিরে আছে তবু ভেতরে ভেতরে সকলেই ভীষণ একা।

 এই একাকীত্বের গভীর শূণ্যতায় জন্ম হচ্ছে মানসিক অবসাদের মতো স্লো পয়সন। যাতে মৃত্যু অনিবার্য। কিন্তু ভাবার বিষয় এখানেই। আমরা কি আমাদের ইচ্ছাশক্তি দিয়ে পারিনা একাকীত্বতে অবসাদের দিকে নয়, ভালো থাকার দিকে হাত বাড়াতে? নিজের মতন করে , নিজের শর্তে এবং নিজের ভালোলাগা গুলোকে নিয়ে বাঁচতে? দুটো পথ .... বাছতে হবে যে কোনো একটা - মরণ অথবা জীবন - হেরে যাওয়া অথবা লড়ে যাওয়া - অবসাদ অথবা নিজের মতন বাঁচা।

 এই ভাবনায় তৈরী হয়েছে এই সপ্তাহের আমাদের কবিদের কথা ও কলম। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন