এই জেনারেশন গ্যাপের যুগে ছেলেমেয়েদের পাশে থেকেও দূর হয়ে যাওয়া এক একা মায়ের গল্প "আত্মনির্ভর"। এই লকডাউন পরিস্থিতিতে কিভাবে নিজের শখ আহ্লাদ আবার খুঁজে পায় একজন মা সেই নিয়েই মাধবেন্দু হেঁসের কাহিনী অবলম্বনে পরিচালক অনুভব চ্যাটার্জ্জীর ছবি "আত্মনির্ভর" আসছে শীঘ্রই।
পরিচালক বললেন একটু বড় হয়ে বন্ধুবান্ধবদের মায়েদের সাথে আলাপ হল। বুঝতে শুরু করলাম মায়েদের কোন শখ আহ্লাদ থাকতে নেই। সমাজ এরকমটাই শিখিয়ে এসেছে। আমার নিজের মাকে যখন জিজ্ঞেস করি তোমার শখ কি? মা বলে তোদের শখই আমার শখ। সমস্যা শুধু এটা নয়। ভেবে দেখুন আমরা কজন মাকে জিজ্ঞেস করি আদৌ?
ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত মুখার্জ্জী ও সুজাতা ঘোষ। সিনেমাটোগ্রাফি করেছেন ওনাদেরই দুই বন্ধু, যথাক্রমে, কৌশিক পাল ও কমল মিশ্র। পরিচালনায় অনুভব চ্যাটার্জ্জী, কাহিনী মাধবেন্দু হেঁস, সম্পাদনায় সায়ন্তন নাগ, সঙ্গীতে সায়ক চ্যাটার্জ্জী, পোস্টার তীর্থঙ্কর গুপ্ত, কার্য্যনির্বাহী প্রযোজক দেবার্ঘ্য মুখার্জ্জী, প্রচারে টিএবি।
পরিচালক অনুভব চ্যাটার্জ্জী জানিয়েছেন এই ছবিটার মধ্যে দিয়ে তাদের একটাই কথা বলার আছে সেটা হলো, লকডাউন হয়তো আমাদের আরেকবার সুযোগ করে দিয়েছে অনেক না বলা কথা নতুন করে শুরু করার। মা বাবা কি খেতে পছন্দ করেন জিজ্ঞেস করে হাত পুড়িয়ে একবার বানিয়ে দেখুন না। পুরোনো এলবাম ঘেঁটে হয়তো খুঁজে পেলেন হারিয়ে যাওয়া কোনো গল্প। পরিবারের সাথে সময় কাটান। যতটা খারাপ মনে হচ্ছে ততটা হয়তো খারাপ নয় এই সময়টা।
All the best
উত্তরমুছুন