ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

কবিতা - পাখি পাল

লকডাউনে ছাত্র-জীবন
পাখি পাল 

পড়ার চাপে অষ্টপ্রহর
প্রাণ যখন ওষ্ঠাগত
চেয়েছিলাম একটু ছুটি
স্কুল-টিউশন আছে যত..
আজ পেয়েছি ছুটি, অনেক বেশি
যেন রবিবার কততো..
তবু এ মন পাচ্ছেনা শান্তি
ছটফট করছে অবিরত..
কারণ,আমরা সবাই লকডাউনে
আছি যে যার মত..
যদিও পড়াশোনাগুলো থামেনি
 মাল্টিমিডিয়ায় চলছে নিয়ম মত..
তবু কলেজ-ক্যাম্পাসের সুখ স্মৃতি
আজ ফিরে ফিরে আসে কত..
সবটা মেনে নিয়েই এগোতে হবে
জানি এ সময় থাকবেনা চিরদিনের মত..।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন