বন্দিমনা
রথীকান্ত সামন্ত
কত মুখ যেন গেছি ভুলে
কত অভিলাষ নিস্ফল
চোখে প্রযুক্তি বেঁধে রাখি,
আলো খেলা করে চঞ্চল।
করি কল্পনা নিশাকাশে
বুঝি কৃষ্ণফলক ওই
তাতে আগামীর লিপি লেখা
পিছে তারাদের হৈচৈ।
সেই আলোচনা পার করি
তোমায় খুঁজে নিই আরবার
প্রেম এ বয়েসে গোপনীয়
এই প্রসঙ্গে দিনু ছাড়।
কত মুখ মনে পড়ে ফের
বাড়ে অক্ষর চলাচল
শুনি চোখ বুজে চেনা সুরে
মাঠে পৃথিবীর কোলাহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন