একা
জয়ীতা চ্যাটার্জী
আমার ডিঙি নৌকো ভাসিয়ে দিলাম ছলাৎ ছল জলে,
ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে ঘর বাড়ি যেনো
তীর রেখা কথা বলে,
ওপরে চেয়ে দেখি তারকা মথিত আজ আকাশ
সেজেছে মহারূপে,
আমার ডিঙি নৌকা ভেসে চলেছে একা আপন মনে,
চিকচিকে বালি ধূলো ঘুমিয়ে পড়েছে অন্ধকারে,
আমিও চিৎ হয়ে শুয়ে আকাশ দেখি ছড়ানো পাটাতনে।
যতদূর দেখা যায় সেই চেনা ছবি,
ভুলে যাই সব ক্ষত সমস্ত আঘাত,
শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঝরে পড়ে মিহি শিশিরের কণা,
আমার শেষ নিঃশ্বাসের পাশে এসে বসে
প্রথম নিঃশ্বাস আর সমবেদনা।
জয়ীতা চ্যাটার্জী
আমার ডিঙি নৌকো ভাসিয়ে দিলাম ছলাৎ ছল জলে,
ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে ঘর বাড়ি যেনো
তীর রেখা কথা বলে,
ওপরে চেয়ে দেখি তারকা মথিত আজ আকাশ
সেজেছে মহারূপে,
আমার ডিঙি নৌকা ভেসে চলেছে একা আপন মনে,
চিকচিকে বালি ধূলো ঘুমিয়ে পড়েছে অন্ধকারে,
আমিও চিৎ হয়ে শুয়ে আকাশ দেখি ছড়ানো পাটাতনে।
যতদূর দেখা যায় সেই চেনা ছবি,
ভুলে যাই সব ক্ষত সমস্ত আঘাত,
শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঝরে পড়ে মিহি শিশিরের কণা,
আমার শেষ নিঃশ্বাসের পাশে এসে বসে
প্রথম নিঃশ্বাস আর সমবেদনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন