ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ জুন, ২০২০

কবিতায়: পাখি পাল

একাকীত্বের বাসা
পাখি পাল

মনের ঘরের কোণে
একাকীত্ব বাসা বেঁধেছে আনমনে
যতই সাজাই খেয়াল-খুশির ঢঙে..
বার বার আঘাতে হৃদয় ভাঙে
বলার তো ছিলো অনেক কথা..
 লুকানো যা ছিলো বিরহ-ব্যাথা
 কিন্তু শোনার মানুষ কই..
শত কোলাহলেও তাই একলা হয়েই রই
জীবন সমুদ্রে বড় একা আজ..
যতই থাকুক হাসিমাখা সাজ
আজ আবেগগুলো কফিন বন্দি..
অভিযোজনের নামে চলছে শুধু সন্ধি
প্রতিটা দিন শুধুই কাটছে..
দিনের খিদে শুধু খাবারেই মিটছে
 অনুভূতির পিপাসাগুলো গলা শুকিয়ে মরে..
 বিচারগুলোয় হাজিরা দিয়ে একটু একটু করে
দিনের শেষে রোজনামচা জীবন..
জলের আঁকি-বুকিতেও দেখে দহন
তবু, বাঁচার মত করে বাঁচার করছি খোঁজ..
 ইচ্ছেশক্তির-দীপে তাই তেল ঢালি রোজ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন