ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কবি অর্ঘ্য কমল পাত্র এবং কবি অস্মিতা মুখার্জী

এঁটো বান্ধবীকে
কবি অর্ঘ্য কমল পাত্র

কোনো স্ফুলিঙ্গ নেই।

তোমাদের একসাথে দেখে
বুঝতে পারি—
তোমার প্রেমিক আসলে ক্যালেন্ডার।

যাকে হারিয়ে দেবো ভেবে
প্রতিবছর শুধু শুধুই দিন গুনি আমি...

বি.দ্রঃ- কবি অর্ঘ্য কমল পাত্র এই লেখাটি লিখে চ্যালেঞ্জ করেছিলেন কবি অস্মিতা মুখার্জীকে।




আর কবি অস্মিতা মুখার্জী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লিখেছিলেন স্পর্শ কবিতাটি।

স্পর্শ
কবি অস্মিতা মুখার্জী

ছুঁতে হলে এমনি করে ছোঁও,
এমন করে, যাতে শেষ দিন  অবধি
তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি।।

গর্ব করে, আনন্দ করে বলতে পারি
তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে.. এখনও ছুঁয়ে আছো।

প্রত্যেকবার এমনি করে ছুঁও,
সত্যি বলছি, আমার ভাল লাগে
আমি কিচ্ছু মনে করি না।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন