ঈশ্বরের সাক্ষাৎ
বিকাশ দাস (বিল্টু
(03-05-19)
ঈশ্বরের কথা শুনে বড্ড ছ্যাত করে উঠে বুকটা
ফেনীতে বাড়ি ছিল,গোছালো সংসার
ফনীতে মিলিয়ে গেলো মুখাবয়ব......
ঈশ্বরের মুখ রুগ্ন, উদাসী চোখ পরিজন খোঁজে.....
প্রাণচঞ্চল ঈশ্বর হারিয়া খেয়ে উদ্দাম নাচে ছুটে আসে মধু গরানের দেশে
অভিমান ফুঁসলিয়ে উঠে, তান্ডব লীলায় খৈ হয় ত্রাণ তহবিলের গুদামে.....
ঈশ্বর তো অবলা, নির্ভেজাল।
ভেজাল হারিয়া খাইয়ে উদ্দাম নাচ দেখতে -- এনাউন্সমেন্ট শুনতে কি বেশ লাগে?
নীরব আর্তনাদ দেখনি? দেখনি ঈশ্বরের সারা শরীরে যখন কেমিকেলের আস্তরণ দিয়ে ওর বুকের ক্ষত দূর করো...
তখন কি অসহায় হয়ে তাকিয়ে ছিলো তোমার আমার মুখের দিকে
করুণ চোখ জলে টলমল করছিলো
শুনিনি কেউ, অবহেলা !
আজ অবাক লাগে বাস্তবের মাটিতে ঈশ্বরকে কাঁদতে দেখে --
বাস্তবে আজ দেখি :
জানালার ও পাশে ঈশ্বর ঘুমায় -খিড়কি দিয়ে ঈশ্বরের গান আসে --
ঈশ্বর হাত বাড়িয়ে দু টাকা চায়
"ঈশ্বর" ডাকি জপে-তপে; ঈশ্বরের মুখে শুন্যতা -
প্ল্যাটফর্মে আমি আর ঈশ্বর মুখোমুখি
ঈশ্বর কথা বলে আমার সাথে
আমি ঈশ্বরকে ডাকি
ঈশ্বর বড়োই পথভোলা, মিলিয়ে গেলো ভিড়ে.....
বিকাশ দাস (বিল্টু
(03-05-19)
ঈশ্বরের কথা শুনে বড্ড ছ্যাত করে উঠে বুকটা
ফেনীতে বাড়ি ছিল,গোছালো সংসার
ফনীতে মিলিয়ে গেলো মুখাবয়ব......
ঈশ্বরের মুখ রুগ্ন, উদাসী চোখ পরিজন খোঁজে.....
প্রাণচঞ্চল ঈশ্বর হারিয়া খেয়ে উদ্দাম নাচে ছুটে আসে মধু গরানের দেশে
অভিমান ফুঁসলিয়ে উঠে, তান্ডব লীলায় খৈ হয় ত্রাণ তহবিলের গুদামে.....
ঈশ্বর তো অবলা, নির্ভেজাল।
ভেজাল হারিয়া খাইয়ে উদ্দাম নাচ দেখতে -- এনাউন্সমেন্ট শুনতে কি বেশ লাগে?
নীরব আর্তনাদ দেখনি? দেখনি ঈশ্বরের সারা শরীরে যখন কেমিকেলের আস্তরণ দিয়ে ওর বুকের ক্ষত দূর করো...
তখন কি অসহায় হয়ে তাকিয়ে ছিলো তোমার আমার মুখের দিকে
করুণ চোখ জলে টলমল করছিলো
শুনিনি কেউ, অবহেলা !
আজ অবাক লাগে বাস্তবের মাটিতে ঈশ্বরকে কাঁদতে দেখে --
বাস্তবে আজ দেখি :
জানালার ও পাশে ঈশ্বর ঘুমায় -খিড়কি দিয়ে ঈশ্বরের গান আসে --
ঈশ্বর হাত বাড়িয়ে দু টাকা চায়
"ঈশ্বর" ডাকি জপে-তপে; ঈশ্বরের মুখে শুন্যতা -
প্ল্যাটফর্মে আমি আর ঈশ্বর মুখোমুখি
ঈশ্বর কথা বলে আমার সাথে
আমি ঈশ্বরকে ডাকি
ঈশ্বর বড়োই পথভোলা, মিলিয়ে গেলো ভিড়ে.....
অন্য রকম
উত্তরমুছুন