পরিশেষ
কবিঃ-রাজর্ষি বন্দ্যোপাধ্যায়
যখন তোমার পুষ্প ও ফল
সমস্ত রূপ পল্লবদল
ছিনিয়ে নিল দস্যু হাওয়া এসে
তখন বসে ভাববে তুমি
মস্ত উজাড় মরুভূমি
আবার সবুজ হাসবে কিনা শেষে?
আজকে যদি একলা বসে
ভাবতে থাক কার কী দোষে
আজকে তুমি উজাড় মরুভূমি?
উত্তর তার পাবে না ভাই
বরং আবার বাঁচার লড়াই
এবার শুরু করতে পার তুমি!
অনেক স্নেহের মূর্তি গড়ে
ভাসিয়ে দিয়ে শোকসাগরে
আবার কত গড়তে তোমায় হবে
যাদের জন্য মরলে এত
তারাও হবে দূর বিগত
স্মৃতির কাঁটা হারিয়ে যাবে কবে।
রাতের পিছে ছুটন্ত দিন
দায়িত্ব সে অন্তবিহীন
এমনি করেই চিতার কাছে থামে
শত্রু মিত্র এক হয়ে যায়
জীবন শেষের ধূসর ছায়ায়
শান্তিময়ী রাত্রি যখন নামে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন