ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৫ মে, ২০১৯

কবি হুমায়ুন কবিরের কবিতা পড়ুন




ক.)
আতঙ্কে
------কবি হুমায়ুন কবির

হ্যাঁ ভয় পাই,
ভয় পায় আমি সম্পর্কের স্থাপন,
কখনো ভেঙে না ফেলি!

ভয় পায় আমি বিশ্বাসী মানুষ,
কেউ যখন দাবী করে,
এই জানো―
তুমি আমার খুবই কাছের মানুষ,
তখন ভীষণ ভয় পায়,
আমি বিশ্বাস ঘাতকতা করে না বসি!

ভয় পায় আমার ফেলে আসা অতীত,
বড়োই নিষ্ঠুর ছিলো!

ভীষণ ভয় পায়!
ভয় পায় মায়ের স্নেহ,
ঋণ কখনোই শোধ হবেনা।

ভয় পায় বাবার শাসন―
তখন তো আমি ছোট্ট খোকা,
এখনো মনে পড়ে বন্ধুরা মিলে―
পাখির নীড়ে ডিম ভাঙার কথা।
মনে পড়ে সল্লার জলের মাঝে লুকোচুরি,
আমি প্রচুর জল খেয়ে ফেলে ছিলাম।
সেদিন হয়েছিল ভয়।

হ্যাঁ ভয় হয়,আজো হয়,
প্রশংসিত বন্ধু বান্ধ,
তৃপ্তিকর বিচিত্রময় বসুন্ধরা, ছেড়ে―
যাওয়ার কথা ভাবলে।

ভয় পায় আমি অতীত,
কারণ―
আমিও একদিন হয়ে যাবো ইতিহাস, উপন্যাস,
হয়তো বা ছোটো গল্পো।
ভয় পায়, হ্যাঁ ভয় পায়।
ভয় পায় আমি প্রেমিকা মানসী,
হৃদয়ে ভুগান্তী বেদনার শত কোপ।


খ.)
প্রেম সুধা
--------কবি হুমায়ুন কবির

জীবনের দিন-ক্ষণ গুলো যদি তোমার কারণে  বিফল বিনিষ্ট হয়ে থাকে তবে থাক,
চলে যাও!
কোনো ক্ষতি নেই!
হৃদয় আমার, হৃদয় স্পন্দনে স্ফুটিত―
প্রেমও আমার।
গেছিলো ভরে―নিষ্কাম নির্মল কষ্টি শীলা―
যাচিত সরল স্বচ্ছ প্রেমে!
তুমি ভেবেছো কি, তোমার বিরহে, কষ্ট?
কখনো না!
আপন হৃদে―অতিরিক্ত প্রেমে হয়েছি―
নেশা গ্রস্ত।
প্রেম বীজ আছে গোপনে সাদ্ধ কার,
যে―ধরবে-?
যতক্ষণ না হবে বৃক্ষ রোপণে।
ধরতে পারলে ধরো,
না-পালে, বৃক্ষের ফল খাবে সর্বজনে!
অনুপম বিশুদ্ধ পবিত্র প্রেম আমার সঙ্গে আছে।
আমার আর কোনো চাওয়া-পাওয়ার নেই।
পূর্ণ―হৃদয় পাত্র আমি করেছি বরণ,
কাঙ্গালী হৃদে প্রেম করিবো বিতরণ।
হে পবিত্র সর্ব ত্রুটিমুক্ত নির্মল প্রেম―
তুমি আমার সঙ্গী থাকলে, আমার আর কোনো― আক্ষেপ পরোয়া নেই।
বরং হে প্রেম, তুমি আমায় ধর, আমি তোমায়―করিবো ধারণ।

গ.)
অভিযোগ
-------কবি হুমায়ুন কবির

তোমার ইশারায় নিভে যাবে ভাবিনি কখনো।
পড়ে থাকা ধূলী-কণা গচ্ছিত করে,
মায়ার প্রলেপ দিয়ে তৈরী তোমার―
কারণ-অকারণে।
তাতে দিলে জল বায়ূ অগ্নি কিরণ,
মিস্রিত করে ঢেলে দিলে প্রাণ।
বাঁধন-ছাধন বেশ পোক্ত, ধমনী শিরা-উপশিরা তাতে বইতে শুরু হলো, রক্ত নদীর ধারা।
সমস্তকে একক করে,
নির্মাণ করলে তুমি―সৃষ্টির সেরা।
তা না হয় বুঝলাম।
তবুও অভিযোগ তোমার কাছে।
আকাঙ্খিত হৃদয় দিয়ে কেন দিলে প্রীতি-?
প্রীতি না হয় দিলে তুমি।
দুটো প্রেমিক হৃদয়ের মাঝে বেধেঁ দিলে― একেমন রীতি?
শুধু ভালোবেসে গেলাম, কখনো হতে দিলেনা?
মিলন তিথী!
পুরুস্কার ভালোই দিয়েছো তুমি,
পেলাম শুধু দুটো হৃদয়ের অতীতে ফেলে আশা স্মৃতি।
যে প্রদীপ জ্বলে ছিল দুটো হৃদয়ের পরশে।
আজ সে প্রদীপ নিভে গেছে তোমার কারণে―
শুধু পড়ে আছে বাতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন