ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ১২ মে, ২০১৯

## কবিতা ##
◆◆ আঙ্গুল ছুঁয়ে লেখা ◆◆

চাইনা তোমার হৃদয় ভাঙার নেশা
চাইনা তোমার বিলুপ্ততার গান
ইচ্ছে হলে তবেই অন‍্যে মেশা
অ্যাসট্রের বুকে রেখে যাওয়া অভিমান।

ঠিক কত ভোর সকাল হবেই বলে
কোলবালিশে প্রেম জড়িয়ে থাকে
ঠিক কত সাঁঝ রাতের দিকে চেয়ে
ঠোঁটের আদর ঠোঁটেই পুষে রাখে।

ওড়না বুকে আলগা চুলের ভাঁজে
হালকা আলোয় কলেজ মোড়ের বাঁক
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে থাকা নীরবতা
প্রেমের চাওয়ায় ফুটখানেকের ফাঁক।

তবুও চাঁদের আলো প্রতিবাদী হলে
নীলঘরে পোড়ে নিষিদ্ধ নিকোটিন
আসবে ভেবেই শব্দে ভরানো পাতা
ডটপেন মাপে ব‍্যবধান প্রতিদিন....

ভার্নিয়ারের স্কেলে বসন্ত এলে
পিপেট গোপন ভালোবাসা পেতে চায়
গীটারের তারে জড়ানো আবেগ মেখে
পরিযায়ী প্রেম পোড়া স্মৃতি রেখে যায় ।।
              ##########
                              ---------------------© সন্দীপ (অর্কিড)

1 টি মন্তব্য: