#প্রণমি_তোমায়
#মুনমুন_মুখার্জ্জী
কবিদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার দান সবার জীবনে প্রচুর,
অ আ ক খ সহজে তুমি শিখালে,
ফল সবজির বিভেদ তাও জানালে
তুমি দেখালে সমাজের কুৎসিত রূপ,
বড়লোক মনিবদের প্রকৃত স্বরূপ,
লোভ দেখিয়ে ভাইদের আলাদা করে,
পণের জন্য কাউকে মারতেও পারে।
রক্তের চেয়ে অনাত্মীয় হতে পারে আপন,
গাছের প্রতি উৎসর্গ হতে পারে মন,
কোনটা বাস্তব কোনটা যে স্বপন,
তোমার রচনায় তারও নানা উদাহরণ।
তোমার ভাণ্ডারে বাঙালি চিরধন্য,
সাহিত্যের জগতে তুমি যে অনন্য,
বিশ্ব সাহিত্যেও ছড়িয়েছে প্রাধান্য,
প্রণাম জানাই তোমায় হে অগ্রগন্য।
#মুনমুন_মুখার্জ্জী
কবিদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার দান সবার জীবনে প্রচুর,
অ আ ক খ সহজে তুমি শিখালে,
ফল সবজির বিভেদ তাও জানালে
তুমি দেখালে সমাজের কুৎসিত রূপ,
বড়লোক মনিবদের প্রকৃত স্বরূপ,
লোভ দেখিয়ে ভাইদের আলাদা করে,
পণের জন্য কাউকে মারতেও পারে।
রক্তের চেয়ে অনাত্মীয় হতে পারে আপন,
গাছের প্রতি উৎসর্গ হতে পারে মন,
কোনটা বাস্তব কোনটা যে স্বপন,
তোমার রচনায় তারও নানা উদাহরণ।
তোমার ভাণ্ডারে বাঙালি চিরধন্য,
সাহিত্যের জগতে তুমি যে অনন্য,
বিশ্ব সাহিত্যেও ছড়িয়েছে প্রাধান্য,
প্রণাম জানাই তোমায় হে অগ্রগন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন