ক.)
বর্ণের সবুজ ঘেঁষে জেগে উঠছে ঢেউ
——————————————
ভিতর থেকে উঠে আসছে ঝড়
টাইফুন আয়লা সাইক্লোন বিধ্বস্ত মানচিত্র
বর্ণের সবুজ ঘেঁষে জেগে উঠছে ঢেউ
পারাপার লোকহিতের বর্ম পরে
তবুও অনিকেত মানুষের বসবাস
শিকড় চুঁইয়ে পড়ে দুঃখের ফ্যান
হাভাত ভারতবর্ষ চেটে নেয় প্রসাদের পরমান্ন
ন্যুব্জ দেহে গণতন্ত্র বলড্যান্স রুমে
সম্মোহিত কারুকাজ অন্ধত্ব দু’পা বাড়িয়ে বলে
কেয়া তুম মুঝে কুছ দে সেকতে হো…
হোক কলরব বেয়ে উঠে আসছে প্রতিবাদ
বিপ্রতীপ মৃত্যু ডাকে সমূহ বিনাশ
গঙ্গাকে বাঁচাতে গিয়ে অনশন দীর্ঘ হয়
প্রলম্বিত ‘মৃত্যু উপত্যকা’ সরকারী উদাসীনতার ফাঁস
ভিতর থেকে উঠ আসছে যে ঝড়
তার গতিমুখ বরাবর উন্নয়ন নেই
আবহবিদ আর পরিবেশবিদ একই টেবিলে মুখোমুখি
এবার বোধহয় সমাপতন কেঁপে উঠবে
আকাশ ঝাঁপিয়ে নামবে বৃষ্টি, বৃক্ষরা বেঁচে যাবে
আর বেঁচে যাবে আমার হাড়-জিরজিরে ভারতবর্ষ l
খ.)
হাঙ্গার ইনডেক্স
——————
এই যে শিকড়ে হাত, এই যে আগ্রহ ভরে নেয় জল
গভীর আশ্লেষ নিয়ে আমাদের যাবতীয় চলাচল
প্রাচীন মুদ্রায় ভাঙে
একতারা হাতে নেয় বৈশাখি দিন
সন্ন্যাসী হাওয়ায় ওড়ে দিগ্বিদিক
তবু কোন্ মন্ত্রবলে কারা যেন হেঁটে গেল দূরে
নতুনের দূত শব্দের কারিগর
তোমরা যে করিডর পার হয়ে গেলে
সীমান্ত পাঁচিল না হয় কাঁটাতার
সব আজ উধাও ডেটিংয়ে যাবে
পরিসীমা ব্যাপ্ত আজ সম্পর্ক গ্লোবাল
হাঙ্গার ইনডেক্স দিয়ে প্রেম শুধু মেপে নেওয়া যায়…
খুব ভালো, ধন্যবাদ কবি
উত্তরমুছুন