গন্তব্য:
জয়ীতা চ্যাটার্জী
আজ বুঝি পেয়ে গেছি পথ, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শুরুর দিকে, এগিয়ে যাচ্ছি উৎস শেকড়ে।
দুপাশে ভাবলেশহীন কাঁটার পাহাড়, রাত বাড়লে মনে হয় যেন কালো একটা রাস্তা ঢুকে যাচ্ছে আমারই ভেতরে।
আমার আগে ছুটে যাচ্ছে কালো স্যুট পরা বিশালাকার গর্জনশীল শরীর,
আমিও সেই বিকট প্রবাহকে জড়োসড়ো পায়ে অনুসরণ করে চলেছি, হিম দৃষ্টি পথেই স্হবির।
উথলে উঠছে ব্যথার রাত, উদ্ধত দাঁড়িয়ে আছে অসচ্ছ নিষ্ঠুর কটূ হাসি।
এ এক শূন্যতলের ঘেরাটোপ, দৌড়োতে দৌড়োতে পুড়ে যাচ্ছি দূর থেকে আমি।
একই বেশে একই চেহারায় দাঁড়িয়ে থাকে পথ, থমকে থাকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত।
নিঃশব্দে দাঁড়ানো সারি সারি রাস্তার একটি ধরে হাঁটতে থাকি আত্মহারা, হাঁটতে থাকি উৎস থেকে আমার গন্তব্য।
জয়ীতা চ্যাটার্জী
আজ বুঝি পেয়ে গেছি পথ, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শুরুর দিকে, এগিয়ে যাচ্ছি উৎস শেকড়ে।
দুপাশে ভাবলেশহীন কাঁটার পাহাড়, রাত বাড়লে মনে হয় যেন কালো একটা রাস্তা ঢুকে যাচ্ছে আমারই ভেতরে।
আমার আগে ছুটে যাচ্ছে কালো স্যুট পরা বিশালাকার গর্জনশীল শরীর,
আমিও সেই বিকট প্রবাহকে জড়োসড়ো পায়ে অনুসরণ করে চলেছি, হিম দৃষ্টি পথেই স্হবির।
উথলে উঠছে ব্যথার রাত, উদ্ধত দাঁড়িয়ে আছে অসচ্ছ নিষ্ঠুর কটূ হাসি।
এ এক শূন্যতলের ঘেরাটোপ, দৌড়োতে দৌড়োতে পুড়ে যাচ্ছি দূর থেকে আমি।
একই বেশে একই চেহারায় দাঁড়িয়ে থাকে পথ, থমকে থাকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত।
নিঃশব্দে দাঁড়ানো সারি সারি রাস্তার একটি ধরে হাঁটতে থাকি আত্মহারা, হাঁটতে থাকি উৎস থেকে আমার গন্তব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন