মনপোডিয়ামে বেকার-কাব্য!
সৌমেন দাস
ইচ্ছেফানুস
উড়তে দেখি,
ভালো মানুষ
করছে এ কী?
নদীর জলে
ভিজছে সবাই,
হলদে রোদে
কুলফি মালাই!
সবুজ ভিড়ে
মাখছে খুশি,
কেমন করে
ইচ্ছে পুষি?
নতুন নতুন
ফুলের হাসি,
সবাই দেখুন
রাশি রাশি।
একতারাটির
মন ভেঙেছে,
সোঁদা মাটির
বুক ভিজেছে।
রাতেরবেলায়
দেখছি রবি,
হট্টমেলায়
বেকার কবি!
সৌমেন দাস
ইচ্ছেফানুস
উড়তে দেখি,
ভালো মানুষ
করছে এ কী?
নদীর জলে
ভিজছে সবাই,
হলদে রোদে
কুলফি মালাই!
সবুজ ভিড়ে
মাখছে খুশি,
কেমন করে
ইচ্ছে পুষি?
নতুন নতুন
ফুলের হাসি,
সবাই দেখুন
রাশি রাশি।
একতারাটির
মন ভেঙেছে,
সোঁদা মাটির
বুক ভিজেছে।
রাতেরবেলায়
দেখছি রবি,
হট্টমেলায়
বেকার কবি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন