ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৬ মে, ২০১৯

মাছ
~বিদিশা নাথ
বাজারের মুখটায় মস্ত বড় একটা ডাস্টবিনে রোজ সমালোচনা আর আত্মসর্বস্বতার ময়লা ফুলে ফেঁপে ওঠে,
আঁশের মতো অতিরিক্ত স্তর,
সবজির খোসার মতো নড়বড়ে মতামত,
জমতে জমতে মুখটা বুজে গেছে পুরো।
নতুন কিছু সৃষ্টি হয়না,তৈরি হয়না,
কেবল কাদা জমে,থকথকে লাল রক্তের কাদা।
মাছ কটা কাটা হয়ে বাসী পরে আছে যেন মর্গের বেওয়ারিশ লাশ,
 ওদের ময়নাতদন্ত হয়নি।
দাঁড়াও ওরা আগে মুখপুস্তিকার থলে তে ভরে বাড়ি বাড়ি যাক।
প্রত্যেকের গোপন ডাকবাক্সে মুখ দেখাক।
মাছের গায়ে ছুটকো কিছু হলুদের দাগ লাগুক আলগা ভালোবাসা স্বরূপ।
পঞ্চাশের বিপদজনক সীমা দিয়ে ঘোরাফেরা করা কাকু কামুক দৃষ্টি দিক।
মাছ গুলো আরো পড়ে থাকুক,
পচতে থাকুক গৃহীত হওয়ার হ্যাঙলা আবদারে,
বলাই বাহুল্য আজকাল তো বাজারী মাছ আর কবিতা কেবলই মুড়ি মুড়কির আত্মা ও পরমাত্মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন