** তুমি জানোনা **
বিষাদের কাছে নির্জন হতে বসেছিলাম
সে ভালোবেসে জাপটে ধরে বুকে
তারপর বিষবৃক্ষের অরন্যে
আমি ঠিকানাহীন টিকিট ।
দেখোনি কোনোদিন নিঃশব্দের মুখ
আত্ম-বৃত্ত গুলির পরিবর্তন সম্ভব কোনোদিন ?
তাহলে কিভাবে ভেবেনিলে তুমি নুড়ি কুড়োবে
বিষাদ কে অতিথি ভেবেছিলাম ।
সে আজ সহচরী
তুমি জানোনা ।
বিষাদের কাছে নির্জন হতে বসেছিলাম
সে ভালোবেসে জাপটে ধরে বুকে
তারপর বিষবৃক্ষের অরন্যে
আমি ঠিকানাহীন টিকিট ।
দেখোনি কোনোদিন নিঃশব্দের মুখ
আত্ম-বৃত্ত গুলির পরিবর্তন সম্ভব কোনোদিন ?
তাহলে কিভাবে ভেবেনিলে তুমি নুড়ি কুড়োবে
বিষাদ কে অতিথি ভেবেছিলাম ।
সে আজ সহচরী
তুমি জানোনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন