১.)
স্বপ্নের ফেরিওয়ালা
ও স্বপ্নের ফেরিওয়ালা একরাতে আসবি স্বপ্ন বেঁচতে?
কিনে নেব আমি স্বপ্ন ঝুড়ি ভরা,
ও স্বপ্নের ফেরিওয়ালা লুকায়ে আসিস তবে
নজর যেন না দিতে পারে কেউ আমার স্বপ্নের ঘরে,
ও ফেরিওয়ালা ওই যে অন্ধকার গলি সেখানে আমার বাসা,
স্ট্রিট লাইট জ্বলেনা ওধারে,তুই আসবি তো স্বপ্নের বেলুন নিয়ে?
ভর্তি থাকবে স্বপ্ন,খুশি, যত ফিরে আসবে আমার কাছে ততই,
আসিস তবে একরাতে স্বপ্নের বেলুনখানা কয়েক গুচ্ছ নিয়ে ছড়িয়ে দেব গোটা শহর জুড়ে
হাসবে,খেলবে,আনন্দে মাতবে সকলে,স্বপ্ন দেখা শুরু হবে আবার নুতন করে।
ও ফেরিওয়ালা আসিস তবে কোন এক নিরিবিলি রাতে।
২.)
পথের শেষ
পথ চলা শেষ হয়না আর
আশে পাশে চেয়ে দেখি হাজারো জনে চলছে ডানা মেলে,
কোথাও ট্রাফিক জ্যাম, কোথাও বা মানুষের কোলাহল
আমার অপেক্ষা হয়না শেষ তবু, ফিরে যায় মায়ায়,
যত দেখি ততই শিখি,তবু মন চায় আরও,
ভাগ্যের উপর ভরসা করে বসবি কত আরও
চল যায় এগিয়ে কোথাও, যেথায় নেই হিংসে, হানাহানি,
সেই স্নিগ্ধ শীতলা মাটির তলায় নিদ্রাসঙ্গীত গেয়ে যায়
দেহ আত্মা এক হয়ে যেথায় পড়ে রবে শুধুই নিথর শরীর।
৩.)
পর্বত শিখা
শোনো মেয়ে,
তুমি মনে রেখো
যখন ঘরের চৌকাঠ পেরোবে
লোকে তোমায় আড়চোখে দেখবে,
তুমি গলি ধরে হাঁটতে থাকবে
লোকে তোমার পিছু নেবে, শিস দেবে।
তুমি গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে
লোকে তোমাকে চরিত্রহীন বলবে
দোকান হাটে দূর থেকে দেখে তোমার যোনির মাপ নেবে হীনবীর্যের দল,
তুমি পিছু ফিরবে না মেয়ে
যাচ্ছ যেভাবে মাইল পার করবে
পথ ছাড়িয়ে যখন পৌছবে পর্বতের শিখরে
জ্বলবে তারা শিখার আগুনে,
তুমি হাসবে অট্টহাসি তাদের ছাই দেখেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন