ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৫ জুন, ২০১৯


বিষয়--বৈপ্লবিক দামামা**
এ কোন স্বরাজ****
মোনালিসা নায়েক***
শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য উদযাপন করলেই কি
তাঁদের উদ্দেশ্য স্বার্থক হবে? 
ঐতিহাসিকের পাতায় শুধু বেঁচে আছে রক্তবিন্দুর প্রতিদান,

জীবনবোধের আলো তো এখন ও অন্ধকারে,
বিবাদের আবাদে দেশ মেতেছে সন্ত্রাসে!
আত্মমগ্ন ভোগবিলাসী সমাজে অরাজকতার ঢেউ,
মেধাবী কৌশলে সভ্যতায় নগ্নতার প্রকাশ;
এসব দেখে অবাক লাগে
নিছক -ই ঘটা উদযাপনের,
তাঁদের স্বপ্নে দেশবাসীর মিথ্যে পণ,
দীপ্ত প্রদীপ শিখা লালসার আগুনের আঁচ-
মহত্ব হারিয়ে টিকে আছে খান্ডবদহন,
সর্বহারা মানুষের স্বাধীনতা বৈষম্যের পাতায়!
সমাজ কি দিতে পেরেছে ভালোথাকার অধিকার?
এইভাবে কি শ্রেষ্ঠ জাতির শিরোপা রক্ষা হয়?
মোনালিসা নায়েক।
আরামবাগ।
হুগলী।
পশ্চিমবাংলা।
ফোন-৯৬৪৭৫৫৭৪০৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন