ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

প্রতিফলনের EXPECTATIONS




"প্রতিফলন" ছবির পরিচালক অর্পণ বসাক, তিনি স্বয়ং চিত্রনাট্য বানিয়েছেন,সুপ্রতিম সাহা প্রযোজিত ও মুখ্য ভূমিকায় অভিনীত এই ছবি খুব শীঘ্রই  প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে পরিচালক ও প্রযোজকের ইচ্ছে প্রথম ভাগে কিছু ফিল্ম ফেস্টিভালে "প্রতিফলন" কে পাঠাবে তারপর বাণিজ্যিকভাবে রিলিজ।

 পরিচালক অর্পণ বসাক পরিচালিত এই ছবির  গল্পটি মূলত একটি ১৮ বছরের ছেলে আর্য (সুপ্রতিম সাহা) কে ঘিরে, গল্পের প্রেক্ষাপট গ্রামকেন্দ্রিক। আর্য ছোট থেকেই তার মাকে দেখেছে গ্রামের মেয়েদের বিয়ের সাজ সাজাতে, সেই থেকেই আর্য স্বপ্ন দেখে তার মায়ের মত হওয়ার। আর্যর স্বপ্নের কথা তার বাবা জানতেই শুরু হয় এক কঠিন সংগ্রাম, সেই কঠিন সংগ্রামের সময় আর্যর পথ চলার সঙ্গী হয়ে দাঁড়ায় আর্যর পাশের গ্রামের তারই সমবয়সী চুরি বিক্রেতার মেয়ে রিমি (সায়ন্তনী দেব)। শেষ পর্যন্ত আর্যর জীবনে কি পরিণতি আসে সেটা জানার জন্য অবশ্যই সবাইকে প্রতিফলন ছবিটা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে।

তাহলে চলুন শুনে নিই যারা তাদের পরিশ্রম দিয়ে তৈরী করল "প্রতিফলন" তাদের বক্তব্য।



°জলফড়িংঃ- এই ছবির মূল বিষয় ভাবনা কি?


●পরিচালক অর্পণ বসাকের অভিমত- "প্রতিফলন ছবির মূল বিষয় ভাবনা হচ্ছে প্রফেশনের কোন জেন্ডার হয় না"



°জলফড়িংঃ- সুপ্রতিম সাহা এই ছবির নায়ক এবং প্রযোজক, তোমার অভিমতটা যদি বলো।

●প্রযোজক ও অভিনেতা সুপ্রতিম সাহার অভিমত- " আর্য চরিত্রটা আলাদা করে কোনো গল্পের চরিত্র নয়, আর্য আমরা সবাই"



°জলফড়িংঃ- রিমিকে নিয়ে যদি কিছু বলো দর্শকদের।


●অভিনেত্রী সায়ন্তনী দেবের অভিমত- " গল্পে আমি রিমি চরিত্রে অভিনয় করেছি এবং রিমি আর্যর কাছে অক্সিজেন এর মত"



°জলফড়িংঃ- বিপাশা তোমার চরিত্রটা ছবিতে কীভাবে ফুটে উঠবে?


●অভিনেত্রী বিপাশার অভিমত- " আমার চরিত্র সম্পর্কে বেশি কিছু বলা বারণ, খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, আমার একটাই অনুরোধ তোমরা সকলে ছবিটা দেখো"।




°জলফড়িংঃ- তুমি ছবির আর্যের মা, তোমার কাছে এই চরিত্রটা কতখানি দায়বদ্ধতা এনে দেয়?


●অভিনেত্রী সপ্না দেবের অভিমত- " পর্দায় আমি আর্যর মা, শুটিংয়ের প্রথম দিকটায় একটু নার্ভাস ছিলাম তবে আস্তে আস্তে কনফিডেন্স পেয়েছে অভিনয়টা করার"



°জলফড়িংঃ- আপনি তো ছবি আর্যের বাবা। আপনার অভিমত যদি জানতে পারতাম।



•অভিনেতা এমদাদুল হকের অভিমত:-   আমি প্রতিফলনে আর্য চরিত্রের বাবার ভূমিকায় অভিনয় করেছি, কাজ করে ভালো লেগেছে অর্পণের সঙ্গে।





°জলফড়িংঃ- তোমার গান, তোমার সুর, তোমার কথা কিরকম লাগছে?


●সঙ্গীত পরিচালক পীযূষ দাসের অভিমত- " আমার লেখা শব্দ সুর ও কন্ঠ দিয়ে চেষ্টা করেছে প্রতিফলন কে আরও সমৃদ্ধ করতে কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম"



°জলফড়িংঃ- একজন এডিটর কাজ বেশ কঠিন একটা ছবির জন্য। তোমার কাছে প্রতিফলন?


●এডিটর সায়ন্তন নাগের অভিমত- " ছবিটার প্রতিটা "Frame" এর প্রেমে পড়েছি, অর্পণ ও সিনেমাটোগ্রাফার ভাবনাকে কুর্নিশ জানাই"




°জলফড়িংঃ- কিরকম লাগছে কাজ করে?


● অভিনেত্রী অভ্যর্থনা দাসের অভিমত- " অক্লান্ত পরিশ্রম করেছে সকলে, দর্শকের কাছে অনুরোধ বাংলা ছবির পাশে থাকুন"



°জলফড়িংঃ- তোমার কাছে প্রতিফলন?


●সিনেমাটোগ্রাফার রাহুল মন্ডলের অভিমত- " প্রতিফলন ছবিটা আর বাকি ৫টা ছবির থেকে একদমই আলাদা, দর্শকের মতামতের অপেক্ষায় রয়েছি"


°জলফড়িংঃ- প্রতিফলন তোমার কাছে কেমন?

●সিনেমাটোগ্রাফার সঞ্জীব মন্ডলের অভিমত- " অনেকটা খাটনি করে ছবিটা বানিয়েছি আমরা সকলে, রিলিজের পরে বিচার দর্শকের হাতে"



°জলফড়িংঃ- কাজটা করে কেমন লেগেছে?


●মেকআপ আর্টিস্ট অর্ণব দাসের অভিমত- " আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল আর্যর মেকআপ টা, কতটা সফল হয়েছি সেটা জানার অপেক্ষায় রয়েছি"



°জলফড়িংঃ- প্রতিফলন নিয়ে কি বলবে?



•মেকআপ আর্টিস্ট প্রলয় কর্মকারের অভিমত- " খুব মিস করছি মুর্শিদাবাদের শুটিংয়ের সময় টা,প্রতিফলন সবার হলে এসে দেখা চাই"



°জলফড়িংঃ- কাজটা করে কেমন লেগেছে?


●স্টিল ফটোগ্রাফার শুভাশিস সাহার অভিমত- " অসংখ্য ধন্যবাদ অর্পণ ও সুপ্রতিম কে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য"



°জলফড়িংঃ- তোমার কাছে তোমার ডিরেক্টর কেমন?


●অ্যাসিস্ট্যান্ট দিরেক্টর মেঘনা দের অভিমত- " কাজ করতে করতে অর্পণ এর সাথে অনেক কিছু শিখছি,আমার অনুরোধ তোমরা সকলে প্রতিফলন দেখো"



°জলফড়িংঃ- আপনি তো প্রোডাকশন ম্যানেজার,  "প্রতিফলন" নিয়ে আপনার মনে কি চলছে?


●প্রোডাকশন ম্যানেজার সৌমিক ঘোষের অভিমত- " রোদে গরমে খাটনিটা কিছুই মনে হবে না, যখন দর্শকের করতালিতে ভরে উঠবে প্রেক্ষাগৃহের মধ্যে"


°জলফড়িংঃ- কিরকম expectations রয়েছি?


●আর্ট দিরেক্টর জাগৃতি সিনহার অভিমত- " কাজটা মন প্রাণ দিয়ে করেছে, দর্শকের থেকে অনেকটা আশায় আছি"



°জলফড়িংঃ- তুমি বাঙালি নও তাও একটা বাংলা ছবির কাজ, কি মনে হয়েছে কাজটা কতখানি সার্থক হবে?


●ড্রেস ডিজাইনার স্বস্তিক আগরওয়ালের অভিমত- " বাঙালি না হওয়া সত্ত্বেও গল্পটি বুঝতে আমার এক মুহূর্ত সময় লাগেনি, এটাতেই প্রমাণ হয় ছবি স্বয়ং একটা মাধ্যম মানুষের কাছে পৌঁছানোর"



আমরা শুনলাম "প্রতিফলন" নিয়ে সবাই কিরকম excited, এখন দেখার "প্রতিফলন" কতখানি নিজেকে প্রতিফলিত করতে পারে দর্শকের মনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন