#খুব_খুশি
#মুনমুন_মুখার্জ্জী
মালা পড়াশুনা জানে না, লোকের ঘরে বাসন মেজে, রান্না করে কিছু রোজগার করে। খুব ছোটতে মা মারা যাওয়ায় বাবা আর স্কুলে যেতে দেয় নি। তারা যে বাউরী। তাদের পড়তে নেই, দিদির কাছে কোনো মতে সাক্ষর করতে শিখেছিল। প্রেম করে বিয়ে করে তখন খুব বেশি হলে ১৫ বছর বয়স। ছোট থেকেই বাংলোতে কাজ করত। বিয়ের পর বর কাজ ছেড়ে দিতে বললেও ছাড়ে নি ও। ও জানে মেয়েদের হাতে নিজস্ব টাকা থাকা খুব দরকার। একটা ফুটফুটে মেয়ে হয় মালার।মালা তাকে অনেক বড় করার স্বপ্ন দেখে। মেয়ের ইস্কুলে বোর্ডে কি লেখা থাকে বুঝতে পারে না যখন মালার খুব লজ্জা লাগে। মেয়েকে যেন সে রকম লজ্জা পেতে না হয় তাই ওকে প্রায় বোঝায়। কিন্তু মেয়ের বাবা চায় না মেয়ে শিক্ষিত হোক। সে মনে করে মেয়েরা শিক্ষিত হলেই বাজে হয়ে যায়। তাই মেয়ে যখন পড়তে বসে সে মোবাইলে জোরে গান চালিয়ে দেয়। বেশ কয়েকবার বারণ করেও যখন কোনো ফল হয় নি, মালা মেয়েকে শেখায় বাবা যত জোরে গান চালাবে তার চেয়েও জোরে তুই পড়বি। এই ওষুধ কাজ হয়। এখন মেয়ে পড়তে বসলেই তার বাবা রাগে গজগজ করতে করতে বাইরে চলে যায়। আজ মালা খুব খুশি, মেয়ে স্কুল থেকে মায়ের জন্য একটা সুন্দর গান শিখে এসেছে, ও বার বার মেয়েকে গাইতে বলছে... "মধুর আমার মায়ের হাসি"...
#সম্পর্ক
#মুনমুন_মুখার্জ্জী
কেউ সম্পর্ক রাখে সবার সামনে বুক ফুলিয়ে,
কেউ বা চোরের মত লুকিয়ে লুকিয়ে--
কেউ অন্যায় দেখলে প্রতিবাদ করে ওঠে,
কেউ ভালো সাজতে স্রোতের পানে ছোটে।
কেউ সামনে বলে "তুমি অতুলনীয়, পরম প্রিয়",
সেই পিছনে বলে "ও ভীষণ মিথ্যুক, নাটকীয়"।
সুযোগ সন্ধানেই ঘুরছে তারা, হতে পারে আত্মীয়,
মুখোশ এঁটে মারবে কোপ, যা কিনা অভাবনীয়।
মিষ্টি মিষ্টি কথা বলে মারতে পারে ছোবল,
অন্ধ বিশ্বাসের শাস্তি জোর আঘাত হয় কেবল।
#কবি_প্রণাম
#মুনমুন_মুখার্জ্জী
তুমি যে আমার প্রাণের ঠাকুর,
আমি যে তোমার চিরপ্রেমিকা,
ছোট থেকে মন করেছি নিবেদন,
তোমা ছাড়া কিছু ভাবতে পারি না।
রাস্তা হারালে অভয় দিয়েছ,
হাত ধরে তুমি পথ দেখিয়েছ,
আকুল হয়ে কাছে যে টেনেছ,
এগিয়ে যাওয়ার সাহস দিয়েছ।
দুঃখ কষ্টে বল দাও তুমি,
জীবন নদীর তরীখানি তুমি
মন জুড়ে শুধু আছো যে তুমি
তোমাকেই তাই দিন রাত নমি।
#মুনমুন_মুখার্জ্জী
মালা পড়াশুনা জানে না, লোকের ঘরে বাসন মেজে, রান্না করে কিছু রোজগার করে। খুব ছোটতে মা মারা যাওয়ায় বাবা আর স্কুলে যেতে দেয় নি। তারা যে বাউরী। তাদের পড়তে নেই, দিদির কাছে কোনো মতে সাক্ষর করতে শিখেছিল। প্রেম করে বিয়ে করে তখন খুব বেশি হলে ১৫ বছর বয়স। ছোট থেকেই বাংলোতে কাজ করত। বিয়ের পর বর কাজ ছেড়ে দিতে বললেও ছাড়ে নি ও। ও জানে মেয়েদের হাতে নিজস্ব টাকা থাকা খুব দরকার। একটা ফুটফুটে মেয়ে হয় মালার।মালা তাকে অনেক বড় করার স্বপ্ন দেখে। মেয়ের ইস্কুলে বোর্ডে কি লেখা থাকে বুঝতে পারে না যখন মালার খুব লজ্জা লাগে। মেয়েকে যেন সে রকম লজ্জা পেতে না হয় তাই ওকে প্রায় বোঝায়। কিন্তু মেয়ের বাবা চায় না মেয়ে শিক্ষিত হোক। সে মনে করে মেয়েরা শিক্ষিত হলেই বাজে হয়ে যায়। তাই মেয়ে যখন পড়তে বসে সে মোবাইলে জোরে গান চালিয়ে দেয়। বেশ কয়েকবার বারণ করেও যখন কোনো ফল হয় নি, মালা মেয়েকে শেখায় বাবা যত জোরে গান চালাবে তার চেয়েও জোরে তুই পড়বি। এই ওষুধ কাজ হয়। এখন মেয়ে পড়তে বসলেই তার বাবা রাগে গজগজ করতে করতে বাইরে চলে যায়। আজ মালা খুব খুশি, মেয়ে স্কুল থেকে মায়ের জন্য একটা সুন্দর গান শিখে এসেছে, ও বার বার মেয়েকে গাইতে বলছে... "মধুর আমার মায়ের হাসি"...
#সম্পর্ক
#মুনমুন_মুখার্জ্জী
কেউ সম্পর্ক রাখে সবার সামনে বুক ফুলিয়ে,
কেউ বা চোরের মত লুকিয়ে লুকিয়ে--
কেউ অন্যায় দেখলে প্রতিবাদ করে ওঠে,
কেউ ভালো সাজতে স্রোতের পানে ছোটে।
কেউ সামনে বলে "তুমি অতুলনীয়, পরম প্রিয়",
সেই পিছনে বলে "ও ভীষণ মিথ্যুক, নাটকীয়"।
সুযোগ সন্ধানেই ঘুরছে তারা, হতে পারে আত্মীয়,
মুখোশ এঁটে মারবে কোপ, যা কিনা অভাবনীয়।
মিষ্টি মিষ্টি কথা বলে মারতে পারে ছোবল,
অন্ধ বিশ্বাসের শাস্তি জোর আঘাত হয় কেবল।
#কবি_প্রণাম
#মুনমুন_মুখার্জ্জী
তুমি যে আমার প্রাণের ঠাকুর,
আমি যে তোমার চিরপ্রেমিকা,
ছোট থেকে মন করেছি নিবেদন,
তোমা ছাড়া কিছু ভাবতে পারি না।
রাস্তা হারালে অভয় দিয়েছ,
হাত ধরে তুমি পথ দেখিয়েছ,
আকুল হয়ে কাছে যে টেনেছ,
এগিয়ে যাওয়ার সাহস দিয়েছ।
দুঃখ কষ্টে বল দাও তুমি,
জীবন নদীর তরীখানি তুমি
মন জুড়ে শুধু আছো যে তুমি
তোমাকেই তাই দিন রাত নমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন